Advertisement
Advertisement

Breaking News

শুরুর দিনেই বিতর্ক, বাংলা প্রথম ভাষার প্রশ্নপত্র ফাঁস হোয়াটসঅ্যাপে

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক।

WB HS exams Bengali question paper leak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2018 3:16 pm
  • Updated:July 20, 2019 2:57 pm

দীপঙ্কর মণ্ডল: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই বিতর্ক। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে বাংলা প্রথম ভাষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ফাঁস হয়। গোটা রাজ্যে তা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালদহের সুজাপুর এবং কালিয়াচক থেকে প্রশ্নগুলি ভাইরাল হয়। তবে পরীক্ষা শুরুর আগে তা বাইরে আসার প্রমাণ না পাওয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অস্বাভাবিক কিছু দেখছে না। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, “পুরোটাই গুজব। বিরোধীরা সরকারের বদনাম করতে এই গুজব ছড়াচ্ছে।”

[মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষক, ফের বিতর্কে ময়নাগুড়ির স্কুল]

কয়েকদিন আগে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। মধ্যশিক্ষা পর্ষদ তদন্ত করেছে। চলতি সপ্তাহে সেই রিপোর্ট প্রকাশ পাবে। জলপাইগুড়ির একটি স্কুলে প্রত্যেকদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস করা হয়েছে। মালদহেও মাধ্যমিকের প্রশ্ন হোয়াটসঅ্যাপে বাইরে এসেছিল বলে অভিযোগ। উচ্চমাধ্যমিকে ফের একই জেলায় একই অভিযোগ। মাধ্যমিকে বিপর্যয়ের পর সংসদ এবার আরও সতর্ক ছিল। প্রত্যেক কেন্দ্রে ভোটের ধাঁচে বিশেষ পর্যবেক্ষক পাঠানো হয়েছিল। কেউ মোবাইল নিয়ে ঢুকছে কি না, কোনও অবৈধ কাজ হচ্ছে কি না প্রভৃতি খেয়াল রাখা ছিল পর্যবেক্ষকদের কাজ। এদিন যে শুধু প্রশ্ন বাইরে এসেছে তাই নয়, জলপাইগুড়ির সেই স্কুলেই সহকারি প্রধান শিক্ষকের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে।

Advertisement
[চূড়ান্ত সতর্কতায় শুরু উচ্চমাধ্যমিক, স্পর্শকাতর কেন্দ্র ১৫০]

মাধ্যমিকে ভূরি ভূরি অভিযোগের পর পর্ষদ প্রায় গাছাড়া মনোভাব দেখিয়েছিল। সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর যদিও জলপাইগুড়ির নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা দপ্তরের কর্তাদের কলকাতায় তলব করা হয়। রবিবার পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সেই বিষয়ে রিপোর্ট দেন। সূত্রের খবর, রিপোর্টে অখুশি হয়েছেন পার্থবাবু। এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রশ্ন বাইরে আসা নিয়ে শিক্ষামন্ত্রী এখনও কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিচ্ছেন তিনি।

Advertisement
[কয়েন ফেললেই ন্যাপকিন, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে বসছে ভেন্ডিং মেশিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ