Advertisement
Advertisement

Breaking News

না জানিয়েই মোবাইল ঘাঁটছে স্বামী, অভিযোগ জানাতে সোজা লালবাজারে স্ত্রী

ফেসবুক নিয়েই লেগে থাকত অহরহ দাম্পত্য কলহ।

Wife accuses husband of data theft, files complaint in Lalbazar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2018 8:37 pm
  • Updated:January 29, 2019 8:03 am

অর্ণব আইচ : ‘গোপন তথ্য চুরি করেছেন স্বামী। আপনারা ব্যবস্থা নিন।’- লালবাজারে এসে গোয়েন্দা আধিকারিকদের কাছে কাতর অনুনয় গৃহবধূর। অভিযোগ, তাঁর দামি মোবাইল থেকে একের পর এক তথ্য চুরি করেছেন স্বামী। বারবার স্বামীকে এ ব্যাপারে বলেও কাজের কাজ কিছু হয়নি। তাই এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর করা অভিযোগের ভিত্তিতে লালবাজারের সাইবার থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

 নতুন বিজ্ঞপ্তি জারিতে নারাজ কমিশন, বাড়বে না মনোনয়নের সময়সীমাও ]

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী বড়বাজারের মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দা। গত ফেব্রুয়ারি মাস থেকেই এই সমস্যার শুরু। মহিলার অভিযোগ অনুযায়ী, ফেব্রুয়ারির শেষের দিকেই এ বিষয়ে তাঁর সন্দেহ হয়। তিনি খেয়াল করেন যে, স্বামী তাঁকে কিছু না জানিয়েই তাঁর দামি মোবাইল ফোনটি ঘাঁটছেন। তাঁর চোখের আড়ালেই এ কাজ হচ্ছিল। যদিও সন্দেহ বাড়তে থাকে। তিনি নিশ্চিত হন, যখন দেখেন তাঁর প্রোফাইল ছবিটি হঠাৎই পালটে যায়। মহিলার অভিযোগ, স্বামী তাঁকে সন্দেহ করেন। সেই সন্দেহের বশেই স্বামী তাঁর ছবির গ্যালারি ও বেশ কয়েকটি অ্যাপও ঘাঁটাঘাঁটি করেন। এ ছাড়াও মহিলার অভিযোগ, স্বামী তাঁর ফেসবুক অ্যাকাউন্টের ভিতরেও ঢোকার চেষ্টা করেন। সেই কারণে তাঁর পাসওয়ার্ড ভাঙারও চেষ্টা করেন স্বামী। তিনি নিশ্চিত হওয়ার পর স্বামীকে রীতিমতো চ্যালেঞ্জ জানান। কিন্তু তাঁর স্বামী পুরো ব্যাপারটি অস্বীকার করেন। বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে গোলমাল বাধে। শুধু মোবাইল ও ফেসবুক নিয়েই লেগে থাকত অহরহ দাম্পত্য কলহ। এই গোলমাল বাড়তেই থাকে। শেষ পর্যন্ত গৃহবধূ স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। লালবাজারের সূত্র জানিয়েছে, অভিযুক্ত ওই স্বামী বড়বাজারের ব্যবসায়ী। বিনোদ শরাফ নামে ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জেরা করা হবে। যে মোবাইল থেকে তথ্য চুরি করা হয়েছে বলে অভিযোগ, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[  অত্যাধুনিক জ্যাকেটের আড়ালে পাচার, উদ্ধার তিন কোটির সোনা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ