Advertisement
Advertisement
Forbes list

বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় ভারতের তিনকন্যা, বিশেষ স্বীকৃতি ফোর্বসের

চলতি বছরের তালিকায় শীর্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন।

3 Indians in Forbes list of 100 most powerful women
Published by: Anwesha Adhikary
  • Posted:December 13, 2024 12:38 pm
  • Updated:December 13, 2024 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় জায়গা করে নিলেন ভারতের তিনজন। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় দেখা যাচ্ছে, প্রথম ১০০তে রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়াও রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার-শ রয়েছেন মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক পত্রিকার প্রভাবশালী নারীর তালিকায়।

প্রত্যেক বছরেই ১০০ জন প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে ফোর্বস। চলতি বছরের তালিকায় শীর্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। টানা দুবছর বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় শীর্ষস্থান পেলেন তিনি। দ্বিতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে। তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। উল্লেখ্য, গত দুবছর এই তালিকায় জায়গা পেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু চলতি বছরের বাংলাদেশে আওয়ামি লিগ সরকার পতনের পরে আর প্রভাবশালী মহিলাদের তালিকায় নেই মুজিবকন্যার নাম।

Advertisement

তালিকায় ২৮ নম্বরে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০১৯ সালে প্রথম মহিলা হিসাবে পূর্ণ সময়ের জন্য ভারতের অর্থমন্ত্রী হন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনের পরেও নিজের পদ ধরে রেখেছেন নির্মলা। তাঁর সময়কালেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত। আগামী তিন বছরের মধ্যে ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসাবে গড়ে তোলার পরিকল্পনাও নিয়েছেন নির্মলা। অর্থমন্ত্রী হিসাবে তাঁর ভূমিকাকে স্বীকৃতি দিল বিখ্যাত পত্রিকা।

ফোর্বসের তালিকায় ৮১ এবং ৮২ নম্বরে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ। মাত্র ৪৩ বছর বয়সি রোশনি এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন পদে রয়েছেন। প্রযুক্তির দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় নাম রোশনি। অন্যদিকে, ব্যবসায়ী কিরণ বহুদিন ধরেই ধনীতম ভারতীয়দের তালিকায় থেকেছেন। চলতি বছরের ধনীতম ভারতীয়দের মধ্যে ৯১ নম্বরে রয়েছেন তিনি। এবার জায়গা করে নিলেন ফোর্বসের প্রভাবশালী মহিলাদের তালিকাতেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement