Advertisement
Advertisement

Breaking News

নাইজেরিয়া

ফুটবল ম্যাচ দেখার সময় আত্মঘাতী বিস্ফোরণ, নাইজেরিয়ায় মৃত কমপক্ষে ৩০

বোকো হারাম জঙ্গিরাই বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা প্রশাসনের।

30 dead in triple suicide bombing in Nigeria: emergency services
Published by: Soumya Mukherjee
  • Posted:June 17, 2019 7:05 pm
  • Updated:June 18, 2019 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল ম্যাচ দেখার জন্য একটি হলের মধ্যে টিভি লাগানো হয়েছিল। খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। সেই সুযোগে সেখানে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৪০ জন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো প্রদেশে। রাজধানী মাইডুগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে কোন্ডুগা এলাকায়।

[আরও পড়ুন- প্রতিশ্রুতিই সার, নোতর দামকে এক পয়সাও দিলেন না ধনকুবেররা]

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয়রা একটি হলে টিভি লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন। সেসময় বাইরে থেকে হলের ভিতরে ঢুকতে চায় এক ব্যক্তি। এই নিয়ে হল মালিকের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। তখনই নিজের শরীরে থাকা বোমা ফাটিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় হলের বাইরে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তার বাকি দুই সঙ্গীও। এর জেরে ঘটনাস্থলে প্রাণ হারান ৯ জন। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ২১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিস্ফোরণের পিছনে বোকো হারাম জঙ্গিরা আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি তারা।

Advertisement

সোমবার বর্নো প্রদেশের আপৎকালীন বিপর্যয় মোকাবিলা সংস্থার প্রধান উসমান কাচাল্লা জানান, প্রথমে ঘটনাস্থল থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখমদের হাসপাতালে ভরতি করে চিকিৎসা চালানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন- মার্কিন মুলুকে নিহত ৪ ভারতীয়, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]

২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী কাজকর্ম শুরু করে বোকো হারাম জঙ্গিরা। কিছুদিন বাদে পার্শ্ববর্তী নিগার, চাদ এবং ক্যামেরনে নিজেদের জাল বিস্তার করে তারা। সমান্তরাল প্রশাসন চালানোর লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও জনবহুল এলাকায় জঙ্গি হামলা চালাতে শুরু করে। তাদের নৃংশস মানসিকতার জেরে খুন হতে হয় ২৭ হাজারের বেশি মানুষকে। ঘরছাড়া হন ২০ লক্ষ মানুষ। যদিও আমেরিকার দাবি, গত ছ’বছরে ৩৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে আইএস-এর মদতপুষ্ট বোকো হারাম জঙ্গিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ