সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প মসনদে ফিরেছেন। আর থরহরি কম্প ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়। বলাই বাহুল্য, শৈত্যপ্রবাহে জেরবার মার্কিন মুলুকে তীব্র শীতের কামড় নয়, বরং ট্রাম্প-আতঙ্কেই কাঁপছেন তাঁরা। কেননা অফিসে প্রথমদিনই ফিরে এসে হুঙ্কার দিয়েছেন, নথিবিহীন অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে।
সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, আমেরিকার নথিবিহীন অভিবাসীদের সংখ্যায় তিন নম্বরেই রয়েছেন ভারতীয়রা। প্রথম দুই স্থানে রয়েছেন মেক্সিকান ও মধ্য আমেরিকার এল সালভাদরের নাগরিকরা। ২০২৪ অর্থবর্ষে ১৫২৯ জন ভারতীয়কে সরিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন। কিন্তু এবার মার্কিন প্রশাসন আরও কড়া হতে চলেছে। আর তাতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অভিবাসীরা। ট্রাম্পকে প্রথমদিনই বলতে শোনা গিয়েছে, ”আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্যগুলির মধ্যে একটি হল মার্কিন জনতাকে বেআইনি অভিবাসন এবং পুনর্বাসনের হাত থেকে রক্ষা করা। আমার প্রশাসন সম্ভাব্য সমস্ত সূত্রকে কাজে লাগিয়ে বন্যার মতো ভেসে আশা বেআইনি ‘এলিয়েন’দের মার্কিন মুলুক থেকে তাড়াবে।”
এদিকে টেনশনে রয়েছেন এইচ-১বি ভিসার মালিকরাও। সাময়িক ভিসা রয়েছে এমন বহু ভারতীয়ই রয়েছেন সেখানে। ২০২৩ সালের পরিসংখ্যান বলছে, ৩ লক্ষ ৮৬ হাজার ভিসাধারীদের মধ্যে ৭২ শতাংশই ভারতীয়, যাঁরা ভিসা পুনর্নবীকরণ কিংবা নতুন ভিসা ইস্যু করিয়েছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা কমলেও ট্রাম্প জমানায় পরিস্থিতি কী হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলে বাজার খুলতেই অমঙ্গলের ইঙ্গিত দালাল স্ট্রিট। হুড়মুড়িয়ে নামল সেনসেক্স ও নিফটির সূচক। সবমিলিয়ে একদিনে ৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। আরও নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকা। এই পরিস্থিতিতে অভিবাসীদের বাড়তে থাকা আতঙ্ক ঘিরে জল্পনা তুঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.