সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের হামলা! এলোপাথাড়ি গুলিতে মৃত্য়ু অন্তত ১০ জনের। জখম বহু। মনে করা হচ্ছে, আততায়ীও নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
রয়টার্স সূত্রে খবর, আজ মঙ্গলবার ঘটনাটি ঘটে অস্ট্রিয়ার গ্রাজ শহরে। সকাল ১০টা নাগাদ স্কুলের ভিতর থেকে পরপর গুলি চলার আওয়াজ আসে। পুলিশ জানিয়ে, হতাহতদের মধ্য়ে শিক্ষক ও পড়ুয়া রয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একের পর এক পুলিশের গাড়ি ছুটে যাচ্ছে স্কুলের দিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৭ই জন শিক্ষার্থী। তবে সরকারীভাবে এখনও পর্যন্ত মৃতদের নাম, পরিচয় প্রকাশ্য়ে আনা হয়নি।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, “গুলি চলার খবর পেয়ে আমরা সেখানে যাই। শিক্ষক ও পড়ুয়াদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আমাদের অনুমান আততায়ী নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে। খবর পেয়ে অভিভাবকরাও ছুটে এসেছিলেন। গোটা এলাকা আমরা ঘিরে ফেলি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” প্রসঙ্গত, গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.