Advertisement
Advertisement

Breaking News

US Presidential Election 2024

মার্কিন নির্বাচনে জিতবে কে? টানটান লড়াইয়ের আবহে চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী AI-এর

নির্বাচন শেষ হলে রাজনৈতিক ডামাডোল শুরু হবে আমেরিকায়, দাবি চ্যাট জিপিটির।

AI predicts winner of US Presidential Election 2024

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 5, 2024 4:41 pm
  • Updated:November 5, 2024 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) হাড্ডাহাড্ডি টক্কর চলছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তুমুল লড়াইয়ের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইয়ের এহেন পূর্বাভাস দেখে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, তাহলে কি নির্বাচন শেষ হলে রাজনৈতিক ডামাডোল শুরু হবে আমেরিকায়?

মার্কিন নির্বাচনের নিয়ম অনুসারে গত অক্টোবর মাস থেকেই ভোটগ্রহণের সূচনা হয়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা ‘আর্লি ভোট’ হয় ৪৭টি রাজ্যে। অবশেষে মঙ্গলবারই ভোটদানের চূড়ান্ত দিন। যেকোনও সময় সমস্ত সমীক্ষা উলটে দিতে পারে এই ৭ সুইং স্টেট। তাঁদের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন) ভোটের ফলাফলের ভিত্তিতে।

Advertisement

হাড্ডাহাড্ডি টক্করের মধ্যে একেবারে শেষ মুহূর্তের ভোটে বাজিমাত করবেন কোন প্রার্থী? আমেরিকার পাশাপাশি নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু এআইয়ের দাবি, ট্রাম্প বা হ্যারিস কেউই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না! চ্যাট জিপিটির দাবি, ‘ছায়ার আড়াল থেকে এক কালো ঘোড়া বেরিয়ে এসে ক্ষমতা ছিনিয়ে নেবেন। একেবারে শেষ মুহূর্তে এমনভাবে ঘুরে যাবে গোটা নির্বাচন প্রক্রিয়া, যার জন্য ট্রাম্প বা হ্যারিস কেউই সিংহাসন তথা প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারবেন না। এমন কেউ ক্ষমতা দখল করবেন যার কথা কেউই সেভাবে জানে না।” তবে ট্রাম্প এবং কমলার মধ্য়ে টানটান লড়াই হবে বলেই জানিয়েছে চ্যাট জিপিটি।

চলতি বছরেই ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল বেশ ভালোভাবে মিলিয়ে দিয়েছিল এআই। তার পরে মার্কিন নির্বাচন নিয়ে চ্যাট জিপিটির এমন ভবিষ্যদ্বাণী দেখে অনেকেই মনে করছেন, তাহলে কি নির্বাচনের ফলপ্রকাশের পরে রাজনৈতিক সংকট তৈরি হবে? ট্রাম্প বা কমলার রানিং মেটরা কি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন? জল্পনা বাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা এবং বন্ধু এলন মাস্কের নাম নির্বাচনী আবহে ভাসিয়ে দিয়েছে চ্যাট জিপিটি। তার পরেই কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, আবার ২০২১ সালের ক্যাপিটল হিংসার পুনরাবৃত্তি হবে আমেরিকায়। তবে এআইয়ের দাবি, সাময়িকভাবে রাজনৈতিক টানাপোড়েন হলেও পরে শান্তি ফিরবে মার্কিন মুলুকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement