Advertisement
Advertisement
Donald Trump

ফের ফাঁস ট্রাম্পকে খুনের চক্রান্ত, নেপথ্যে ইরানের স্লিপার সেল!

মসনদে ফিরতেই ফাঁস চক্রান্ত।

An 'Iranian asset' has been charged over an alleged plot to kill Donald Trump

গত জুলাইয়ে। গুলির আঘাতে রক্তাক্ত ট্রাম্প।

Published by: Biswadip Dey
  • Posted:November 9, 2024 1:30 pm
  • Updated:November 9, 2024 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কানের পাশ ঘেঁষে চলে গিয়েছিল মৃত্যু। গত জুলাইয়ে গোটা বিশ্ব শিউরে উঠেছিল সেই দৃশ্য দেখে। পরবর্তী সময়ে রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগে একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার করা হয় আর এক আততায়ীকে। এবার ট্রাম্পকে খুনের তৃতীয় চক্রান্ত ফাঁস! গত ৭ অক্টোবর ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল। দাবি মার্কিন প্রশাসনের। অভিযুক্ত ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)।

ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেপ্তার হয়েছে এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। তাকে জেরা করেই এই তথ্য জানা গিয়েছে বলে দাবি। আইআরজিসির বেঁধে দেওয়া সময় অর্থাৎ ৭ অক্টোবরের মধ্যে তার পক্ষে হামলা চালানো সম্ভব ছিল না বলেই জানিয়েছে অভিযুক্ত ৫১ বছরের শাকেরি। এই শাকেরিকে ‘বড় সম্পদ’ বলে উল্লেখ করছে মার্কিন প্রশাসন। কারণ তাকে জেরা করে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত জুলাইয়ে পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার ছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের (Donald Trump)। সেখানেই তাঁর উপর হামলা চালানো হয়। কান ঘেঁষে বেরিয়ে যায় আততায়ীর গুলি। কপালজোরে রক্ষা পান বর্ষীয়ান রাজনীতিক। পরে অবশ্য সিক্রেট সার্ভিসের পালটা আক্রমণে নিকেশ হয় বন্দুকবাজ। এর পরও ফের ফাঁস হয় তাঁকে হত্যার চক্রান্ত। হামলার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল সেই অনুষ্ঠানকে ঘিরে। সেখানেই মুখে স্কি মাস্ক পরে যোগ দিতে আসে এক যুবক। তাকে দেখেই সন্দেহ হয় পুলিশের। কনভেনশন সেন্টারে তাকে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই মেলে একে৪৭ রাইফেল-সহ অসংখ্য গুলি। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মসনদে প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। আগামী জানুয়ারিতে শপথগ্রহণ। এই পরিস্থিতিতে ফাঁস হল নয়া চক্রান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement