Advertisement
Advertisement
North Macedonia

নাইটক্লাবে ভয়াবহ আগুন, উত্তর মেসিডোনিয়ায় ঝলসে মৃত্যু অন্তত ৫১ জনের!

কনসার্ট নাইটক্লাবটিতে জড়ো হয়েছিলেন অন্তত ১৫০০ জন মানুষ।

At least 51 killed in North Macedonia nightclub fire
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 16, 2025 4:29 pm
  • Updated:March 16, 2025 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৫১ জনের। আহত শতাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, আতশবাজির জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার ভোররাত নাগাদ রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোচানি শহরের একটি বিখ্যাত নাইটক্লাবে ঘটনাটি ঘটে। সেই সময় উত্তর মেসিডোনিয়ার একটি জনপ্রিয় হিপ-হপ ব্যান্ডের কনসার্ট চলছিল। যা দেখার জন্য নাইটক্লাবটিতে জড়ো হয়েছিলেন অন্তত ১৫০০ জন মানুষ। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই বিপত্তি ঘটে। প্রথমে রাত ২টো নাগাদ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই লেলিহান শিখা গ্রাস করে গোটা নাইটক্লাব। মুহূর্তের মধ্যে ‘জতুগৃহে’ পরিণত হয় সেটি।

Advertisement

এদিকে, আগুন লাগতেই স্বাভাবিকভাবে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। খবর পেয়ে নাইটক্লাবে আসে দমকল ও পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। উত্তর মেসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, কনসার্ট চলাকালীন ব্যবহৃত আতশবাজির জেরেই আগুনের সূত্রপাত। যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ছাদ-সহ পুরো ক্লাবে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement