Advertisement
Advertisement
Pakistan

‘ভারতের মদতে পাকিস্তানে জঙ্গি হামলা, প্রমাণ দেব’, আজব দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর!

'বিএলএ এবং টিটিপি ভারতের অর্থে পাকিস্তানে রক্তপাত করছে', দাবি পাক মন্ত্রীর।

BLA and TTP are Indian proxies, will prove says Pakistan Minister
Published by: Anwesha Adhikary
  • Posted:May 22, 2025 4:32 pm
  • Updated:May 22, 2025 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে জঙ্গিদের মদত দিচ্ছে ভারত! ফের এমন বিস্ফোরক মন্তব্য করল ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করলেন, ভারতের নির্দেশে দুটি জঙ্গিগোষ্ঠী কাজ করছে পাকিস্তানে। বুধবার বালোচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণে যে ভারতের যোগ রয়েছে, সেটাও প্রমাণ করে দেওয়া হবে বলে হুঙ্কার দেন পাক মন্ত্রী।

বুধবার ফের রক্তাক্ত বালোচিস্তান। আত্মঘাতী একটি গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় তিন শিশু-সহ ৫ জনের। আহত হয়েছেন ৩৮জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খুজদার জেলায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই একাধিক পাক সংবাদমাধ্যমে শুরু হয় ভারতবিরোধী প্রচার। পাক সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভারতীয় জঙ্গিরা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের বীজ বুনছে। আমজনতা এবং নিষ্পাপ শিশুদের নিশানা করছে এই জঙ্গিরা।’ পরিকল্পনা করে বালোচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ভারত, এমনটাই দাবি পাক সেনার।

ইসলামাবাদের এমন বিস্ফোরক দাবির পর পালটা দিয়েছে ভারত। যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও একহাত নিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ‘খুজদারের ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে পাকিস্তান যে অভিযোগ এনেছে, তা নস্যাৎ করছি। বালোচিস্তানে যতজনের মৃত্যু হয়েছে তাতে ভারত শোকাহত। আসলে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে পাকিস্তানের যে পরিচিতি সেদিক থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। পাকিস্তান সন্ত্রাসদমনে ব্যর্থ, সেটা লুকাতে চাইছে তারা। আসলে ওদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করাটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। তবে গোটা বিশ্বকে বিভ্রান্ত করতে পাকিস্তানের এই পদক্ষেপও ব্যর্থ হবে।’

ঘটনার পরদিনই ফের বালোচিস্তানের বিস্ফোরণের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, বালোচ লিবারেশন আর্মি আসলে ভারতের মদতপুষ্ট হিসাবে কাজ করছে। ভারতযোগের পর্যাপ্ত প্রমাণ পেশ করবে ইসলামাবাদ, এমনটাই দাবি করেন তিনি। খোয়াজা আসিফের কথায়, “বালোচদের সঙ্গে নয়াদিল্লির সুসম্পর্কের কথা সকলেই জানে। ভারতের ছায়া হিসাবে কাজ করছে বিএলএ। একই ভূমিকা রয়েছে টিটিপিরও। আসলে ধর্ম বা জাতীয়তাবাদের কোনও আদর্শ নেই এই দুই সংগঠনের। ভারতের অর্থ সাহায্য নিয়ে পাকিস্তানে রক্তপাত করে চলেছে।” পাক মন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement