Advertisement
Advertisement
Israel-Hezbollah Ceasefire Deal

যুদ্ধ থামাতে চলেছে ইজরায়েল-হেজবোল্লা! মধ্যপ্রাচ্যে থামবে যুদ্ধনিনাদ?

যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় আমেরিকা!

Ceasefire deal between Israel and Hezbollah is very close
Published by: Amit Kumar Das
  • Posted:November 25, 2024 3:13 pm
  • Updated:November 25, 2024 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটতে চলেছে ইজরায়েল ও হেজবোল্লা! সেই সম্ভাবনাই এবার জোরালো হয়ে উঠেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্টে। দীর্ঘ সময় ধরে ইজরায়েলের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিল হেজবোল্লা গোষ্ঠী। এতদিন এই বিষয়ে ইজরায়েল তেমন কোনও আগ্রহ না দেখালেও অবশেষে এই ইস্যুতে চিন্তাভাবনা শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তরফেও জেরুজালেম, ওয়াশিংটন ও বেইরুটের আধিকারিকদের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, এই যুদ্ধবিরতির পথে অনেকখানি এগিয়েছে ইজরায়েল। সংঘর্ষবিরতিতে যে সব শর্ত চাপানো হয়েছে তার মুখ্য বিষয়গুলি মেনে নেওয়া হলেও এখনও একাধিক বিষয়ে আলোচনা বাকি রয়েছে। গত রবিবার হেজবোল্লার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। নেতানিয়াহুর এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে জানিয়েছেন, “আমরা এই পথে অনেকখানি এগিয়েছি ঠিকই, তবে এখনও বহু বিষয়ে আলোচনা বাকি রয়েছে। জানা যাচ্ছে, এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চলেছে আমেরিকা। হেজবোল্লার সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠক করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন।

Advertisement

উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত লেবাননে মৃত্যু হয়েছে ৩ হাজার জনের। ইরানের সঙ্গেও যে কোনও সময় বাধতে পারে ভয়াবহ সংঘর্ষ। পরিস্থিতি যাতে এমন পর্যায়ে না পৌঁছয় সেদিকে নজর রেখেছে গোটা বিশ্ব। যার জেরেই যুদ্ধ থামাতে তৎপর হয়েছে আমেরিকা। ইরান ঘনিষ্ঠ হেজবোল্লার তরফে যুদ্ধবিরতিতে সম্মতি আসলে ইরানের সম্মতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে একবছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ অবশেষে শান্তির দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই রবিবার ইজরায়েলে অন্তত ৩৪০টি মিসাইল ছোড়া হয়েছে লেবাননের জঙ্গি গোষ্ঠীর তরফে। আসলে গত শনিবার হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই ক্ষেপণাস্ত্রের কয়েকটি আছড়ে পড়ে লেবাননের সেনার উপরেও। তাতে মৃত্যু হয় এক সেনার। আহত আরও ১৮ জন। ইজরায়েলি হানায় লেবাননে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এই হামলার পরেই হেজবোল্লার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পালটা আক্রমণ শানানো হবে ইজরায়েলের উপর। এর পর তেল আভিভের দুটি সেনা ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালায় হেজবোল্লা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement