Advertisement
Advertisement
China

জন্মহার বাড়াতে মরিয়া চিন! সন্তান হলেই মোটা অর্থের প্রতিশ্রুতি জিনপিং সরকারের

চিনে ক্রমবর্ধমান জন্মহার কমতে থাকার কারনেই সরকারের এমন সিদ্ধান্ত বলে অনুমান।

China Plans Cash Rewards To Boost Birthrate
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 4, 2025 7:32 pm
  • Updated:July 4, 2025 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে জন্মহার বাড়াতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে চিন। সন্তান ধারণে উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করার পরিকল্পনা করছে শি জিংপিংয়ের সরকার। চলতি বছরের ১ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে সে দেশে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিনে ক্রমবর্ধমান জন্মহার কমতে থাকার কারনেই সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বর্তমানে জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চিনে জন্মহারের সংখ্যা যে জায়গায় রয়েছে, সেই ভাবেই যদি চলতে থাকে তাহলে ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ১৩০ কোটিতে দাঁড়াবে। সেই কারনেই শি জিংপিংয়ের সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি শিশুর জন্য ৩৬০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা) বার্ষিক অনুদান দেওয়া হবে। শিশুটির তিন বছর বয়স হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। মনে করা হচ্ছে, সন্তান লালন পালনের জন্য বাবা, মায়ের উপর থেকে আর্থিক বোঝা কমানো এবং সন্তান নিতে উৎসাহিত করার জন্যই এমন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, চিন থেকে কার্যত হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। তাঁর প্রভাব পড়ছে অর্থনীতি-সহ একাধিক ক্ষেত্রে। তাই নতুন প্রজন্ম গড়ে তুলতে নতুন করে পরিকল্পনা নিচ্ছে প্রশাসন। কেবলমাত্র যুগল নয়, সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সঙ্গীহীনদেরও। প্রশাসনের কাছে রেজিস্টার করে সন্তান দত্তক নিতে পারেন তাঁরা। তবুও জনসংখ্যা বাড়ছে না। ফলে ক্রমেই বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে সন্তান নেওয়ার জন্য দম্পত্তিদের উৎসাহিত করতে আর্থিক সাহায্যের পরিকল্পনা করছে ড্রাগনের দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement