Advertisement
Advertisement

Breaking News

US

অভিবাসী ইস্যুতে অগ্নিগর্ভ আমেরিকার লস অ্যাঞ্জেলস! প্রতিবাদীদের সঙ্গে সংঘর্ষ নিরাপত্তা কর্মীদের

ন্যাশনাল গার্ডের ২ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হচ্ছে।

Clashes continue between federal agents and protesters in Paramount in US
Published by: Biswadip Dey
  • Posted:June 8, 2025 9:42 am
  • Updated:June 8, 2025 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত আমেরিকার লস অ্যাঞ্জেলস। শুক্রবারের পর শনিবারও। জানা গিয়েছে, প্যারামাউন্ট এলাকায় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দাঙ্গারোধী পোশাক ও গ্যাস মাস্ক পরিহিত নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এবার ন্যাশনাল গার্ডের ২ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হচ্ছে।

ট্রুথ সোশাল মিডিয়ায় আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে ট্রাম্পকে। তিনি লিখেছেন, ‘যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ করতে না পারেন, যা সবাই জানে যে তাঁরা পারবেন না, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটির সমাধান করবে। দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত।’

এদিন কার্যতই রণক্ষেত্রের চেহারা নেয় লস অ্যাঞ্জেলসের প্যারামাউন্ট শহর। প্রতিবাদীদের স্লোগান দিতে দেখা যায়, ‘কোনও মানুষই অবৈধ নয়।’ প্রায় এক হাজার প্রতিবাদী ফেডারেল ভবন হামলা চালায় বলে অভিযোগ। ট্রাম্পের সীমান্ত নীতি বিষয়ক প্রধান টম হোমান ফক্স নিউজকে জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের ২ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবারও লস অ্যাঞ্জলসে প্রায় ১ হাজার প্রতিবাদী বিক্ষোভ দেখায়। নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন ৪৪ জন অভিযুক্ত।

উল্লেখ্য, আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছেন। মার্কিনিদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরাচ্ছে তারা। ইতিমধ্যে ১১ এপ্রিল থেকে সে দেশে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট’। এবার অভিবাসীদের সঙ্গে সরাসরি সংঘাত নিরাপত্তা বাহিনীর। যা কড়া হাতে দমনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement