Advertisement
Advertisement

Breaking News

টাকা নেই, মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে ইতি টানলেন কমলা হ্যারিস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচকও তিনি।

Democrat Kamala Harris ends 2020 presidential campaign
Published by: Monishankar Choudhury
  • Posted:December 4, 2019 9:55 am
  • Updated:December 4, 2019 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে ইতি টানলেন কমলা হ্যারিস। মঙ্গলবার সমর্থকদের হতাশ করে আচমকাই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভারতীয় বংশোদ্ভূত ওই সেনেটর। টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, প্রচারের জন্য পর্যাপ্ত টাকার অভাবেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

এদিন নিজের টুইটে প্রকাশ করা ভিডিওটিতে সমর্থক ও নির্বাচনী পরিচারে তাঁর সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন কমলা। তিনি বলেন, ‘অনেক ভাবনাচিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কোটিপতি নই, নির্বাচনী প্রচারে যে বিপুল খরচ হবে তা বহন করতে আমি অসমর্থ। তাই এখানেই প্রচার থামানোর সিদ্ধান্ত নিলাম। তবে প্রচার শেষ মানেই যে আমি লড়াইয়ের ময়দান ছেড়ে দিয়েছি তা নয়। সত্য ও ন্যায়ের পক্ষে আমার সংগ্রাম জারি থাকবে।’ তার এই টুইটের পরই পালটা টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘খুব খারাপ। আমরা তোমার অভাব বোধ করব।’ পালটা দিয়ে কমলা লেখেন, ‘উদ্বিগ্ন হবেন না প্রেসিডেন্ট মহাশয়। আপনার বিচারে আমি থাকব।’

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কার ঘোলা জলে মাছ ধরতে তৎপর পাকিস্তান, উদ্বিগ্ন নয়াদিল্লি]

Advertisement

ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলার এহেন প্রস্থানে ২০২০ -র প্রেসিডেন্ট নির্বাচনে ধাক্কা খেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। কারণ, দলে তিনিই একমাত্র অ-শ্বেতাঙ্গ প্রার্থী ছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই এক সময় মনে করেছিলেন, ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রেসিডেন্ট পদের প্রার্থী নির্বাচনে কমলাই সবচেয়ে এগিয়ে। গত জানুয়ারি মাসে ‘মার্টিন লুথার জুনিয়র ডে’-তে দলীয় নির্বাচনে প্রার্থী পদের দৌড় শুরু করেন সেনেটর কমলা হ্যারিস। প্রথমদিকে বিপুল সাড়া পেলেও, ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে তাঁর প্রচার অভিযান। এছাড়াও, কৃশাঙ্গ ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দী জো বিডেনের জনপ্রিয়তা কমেনি। ফলে ওই ভোটব্যাংক থেকে আশানুরূপ সাড়া পাননি কমলা। সাউথ ক্যারোলাইনা, কালিফোর্নিয়ার মতো জায়গাগুলিতেও তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি।

উল্লেখ্য, জামাইকান ও ভারতীয় বাবা-মার সন্তান কমলা ডেমোক্র্যাট দলের এক তারকা প্রার্থী ছিলেন। ২০১৭ সালে প্রথম অ-শ্বেতাঙ্গ মহিলা সেনেটর হিসেবে ক্যালিফর্নিয়া থেকে নির্বাচিত হন কমলা। তার আগে সানফ্রান্সিস্কোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচকও তিনি। কমলাকে নিয়ে পাঁচ জন ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট লড়াইয়ে নেমেছিলেন। অন্য দিকে, রিপাবলিকান দলের তুরুপের তাস এখনও ডোনাল্ড ট্রাম্প-ই। ফলে প্রচারে তাঁর প্রখর ট্রাম্প-বিরোধী স্বরই প্রধান অস্ত্র হবেন কমলা বলেই মনে করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ