Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরল আমেরিকা, মসনদে বসেই বাইডেনের ৭৮ আদেশ বাতিল ট্রাম্পের

সরকারি আধিকারিকরা আপাতত কোনওরকম নির্দেশিকা জারি করতে পারবেন না।

Donald Trump issues new executive orders, cancel 78 from Biden
Published by: Anwesha Adhikary
  • Posted:January 21, 2025 9:00 am
  • Updated:January 21, 2025 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসনদে ফিরেই পূর্বসূরির জারি করা ৭৮টি নির্দেশিকা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে একগুচ্ছ নির্বাহী আদেশ বাতিল করার পক্ষে সই করেছেন তিনি। সেগুলির মধ্যে ৭৮টিই জো বাইডেনের আমলে জারি করা হয়েছিল। ওয়াশিংটনে জনসমক্ষে দাঁড়িয়ে সেই আদেশগুলি বাতিল করলেন ট্রাম্প।

শপথগ্রহণের পরেই প্রেসিডেন্ট হিসাবে একাধিক পদক্ষেপ করেছেন রিপাবলিকান নেতা। তার মধ্যেই অন্যতম হল নির্বাহী আদেশগুলি বাতিল করা। শপথ নেওয়ার পরে একগুচ্ছ ফাইল এনে রাখা হয় ট্রাম্পের সামনে। সেগুলির প্রত্যেকটিতে মার্কিন প্রেসিডেন্ট সই করে তুলে ধরেছেন উপস্থিত জনতার সামনে। স্বাক্ষরিত নথি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছে মার্কিন জনতা। বাইডেনের আদেশ বাতিল থেকে শুরু করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়ানো-সমস্ত সিদ্ধান্তেই এদিন সিলমোহর দিয়ে দিলেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। এছাড়াও নির্দেশ দিলেন, সরকারি আধিকারিকরা আপাতত কোনওরকম নির্দেশিকা জারি করতে পারবেন না। বন্ধ থাকবে সরকারি ক্ষেত্রে নিয়োগও। যতদিন পর্যন্ত নতুন প্রশাসন পুরোপুরি দায়িত্ব বুঝে নিচ্ছে, ততদিন জারি থাকবে এই অবস্থা।

Advertisement

এছাড়াও মার্কিন জনতার দৈনন্দিন খরচ সংক্রান্ত ফাইলে সই করেছেন ট্রাম্প। আমজনতার দারিদ্র মেটাতে সরকারি দপ্তরগুলিকে উদ্যোগ নিতে বলেছেন তিনি। বাকস্বাধীনতা ফেরানো, সরকারি বিধিনিষেধ খানিকটা লঘু করা, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের ‘অস্ত্র তুলে নেওয়া’ বন্ধ, এমন বিষয়ক নির্দেশিকাতেও রিপাবলিকান নেতা সই করেছেন। এছাড়াও আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। ক্যাপিটল হিংসায় অভিযুক্ত ১৫০০রও বেশি জনকে ক্ষমা করার আদেশ দিয়েছেন তিনি। শপথ নেওয়ার পরে সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমও বন্ধ করেছেন ট্রাম্প। নির্বাহী আদেশে সই করে জানিয়েছেন, পুরো সময় অর্থাৎ সপ্তাহে ৫ দিন অফিসে এসে কাজ করতে হবে সরকারি কর্মীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement