সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসনদে বসার আগেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে জয় পেলেও আমেরিকার প্রেসিডেন্ট হতে এখনও দেরি। তাতে কী? এখন থেকেই আন্তর্জাতিক স্তরে সক্রিয় হচ্ছেন তিনি। শনিবার প্যারিসে নোতর দাম গির্জার পুনর্গঠনের পর আনুষ্ঠানিক উদ্বোধনে গিয়ে ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়ামকে দেখে তাঁর পিঠ চাপড়ে দিলেন ট্রাম্প। বললেন, ”ভালো ছেলে, ভালো কাজ করছে।” একান্তে দীর্ঘ প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক করেছেন উইলিয়াম-ট্রাম্প। সূত্রের খবর, আমেরিকা-ইংল্যান্ড দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে দুজনের মধ্যে।
অগ্নিকাণ্ডের পাঁচ বছর পর পুনর্জন্ম হয়েছে প্যারিসের ঐতিহ্যবাহী নোতর দাম গির্জার। বড়দিনের আগে ফের গির্জার দরজা সাধারণের জন্য খুলে যাওয়ায় খুশির জোয়ার ফ্রান্স জুড়ে। শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে সেখানে। তাতে আমন্ত্রিত ছিলেন আমেরিকার বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগুনের অভিশাপ থেকেও কীভাবে ফিনিক্স পাখির মতো ফিরে আসা যায়, নোতর দামের পুনর্জন্মের মধ্যে দিয়ে ফরাসিদের সেই আবেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১৫০০ অতিথির সামনে যেন স্বপ্নের মতো জেগে উঠেছে নতুন নোতর দাম গির্জা।
এই অনুষ্ঠানে দেখামাত্রই প্রিন্স উইলিয়ামের পিঠ চাপড়ে দেন ট্রাম্প। সকলের উদ্দেশে বলেন, ”এ বেশ ভালো ছেলে।” অনুষ্ঠান শেষে বাইরে প্রিন্স উইলিয়মের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, দুদেশের ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে কথা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মত, এই মুহূর্তে বিশ্বের একাধিক ইস্যু নিয়ে আলোচনার অবকাশ রয়ছে দুজনের। ইউক্রেন যুদ্ধ থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন, ইজরায়েল-প্যালেস্টাইন থেকে সিরিয়া, ইরান – নানা বিষয়ে প্রাথমিক কথা হতে পারে। তবে এই আলোচনার মূল নির্যাস এটাই যে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার আগে অনেক বিষয় গুছিয়ে নিতে তৎপর ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.