Advertisement
Advertisement
Greta Thunberg

‘বদরাগী তরুণী’, গাজায় ঢুকতে না পারা গ্রেটা থুনবার্গকে কটাক্ষ ট্রাম্পের

ইজরায়েলের খোঁচা, সেলফি তুলতেই এসেছিলেন গ্রেটা।

Donald Trump said Greta Thunberg needs anger management
Published by: Biswadip Dey
  • Posted:June 10, 2025 7:13 pm
  • Updated:June 10, 2025 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে ঢুকতে দেওয়া হয়নি গাজায়। গাজায় ঢোকার অনেক আগেই আটকে দেওয়া হয় তাঁদের নৌকা। ইজরায়েলের খোঁচা, সেলফি তুলতেই এসেছিলেন গ্রেটা। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্বোধন করলেন ‘বদরাগী তরুণী’ নামে।

এক্স হ্যান্ডলে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে গ্রেটাকে অভিযোগ করে বলতে শোনা গিয়েছে, তাঁকে কার্যতই ‘অপহরণ’ করেছিল ইজরায়েলি সেনা। এবার সেই ভিডিওর প্রেক্ষিতে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”ও খুব অদ্ভুত মেয়ে। বদরাগী তরুণী। জানি না এই রাগ সত্যি রাগ কিনা- বিশ্বাস করা শক্ত আসলে… আমি দেখেছি কী হয়েছে। ও একেবারেই অদ্ভুত।” এবং তাঁর মানসিক চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য ট্রাম্পের।

২০১৯ সালে প্রথমবার গোটা বিশ্ব চিনেছিল গ্রেটাকে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে চোখ টেনেছিল তাঁর দাপুটে উপস্থিতি। সরাসরি ট্রাম্পকেই অভিযুক্ত করার পাশাপাশি তাঁর দিকে ‘আগুনে দৃষ্টি নিক্ষেপ’ করতেও দেখা যায় গ্রেটাকে। তবে সেই সময় ট্রাম্প প্রশংসাই করেছিলেন গ্রেটার। কিন্তু এবার কিশোরী থেকে তরুণী হয়ে ওঠা গ্রেটাকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জানা গিয়েছে, সোমবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে ৪০ মিনিট কথা হয়েছে ট্রাম্পের। কিন্তু সেই আলোচনায় গ্রেটার প্রসঙ্গ এসেছিল কিনা তা জানা যায়নি।

গাজায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেন গ্রেটা। জানা যায় মাডলিন নামের এক নৌকা ইটালির ক্যাটালিনা থেকে জরুরি ত্রাণ নিয়ে গাজায় যাবে। তারই শরিক হবেন গ্রেটা। এছাড়াও আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও এই অভিযানে থাকবেন বলে জানা যায়। গ্রেটার কথায়, ”বিশ্ব এই পরিস্থিতিতে নীরব থাকতে পারে না। যেভাবে বিশ্বকে নিষ্ক্রিয় থাকতে দেখা যাচ্ছে তা অত্যন্ত ভয়ংকর। আমরা দেখছি ২০ লক্ষ মানুষ অনাহারে রয়েছে।” পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৬ জুন যাত্রা শুরু করে মাডলিন। ৯ জুন গাজা পৌঁছনোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই স্থানীয় সময় রবিবার রাত দু’টো নাগাদ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয় গ্রেটাদের নৌকা। গোটা অভিযানকে স্রেফ প্রচারের লোভ বলে অভিহিত করেছে ইজরায়েল বিদেশমন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement