Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

মাস্ককে ‘বিশেষ’ সাক্ষাৎকার দেবেন ট্রাম্প, কোন ‘বোমা’ ফাটাবেন?

প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে জোর টক্কর হতে চলেছে ট্রাম্পের।

Donald Trump says he'll do 'major interview with Elon Musk'
Published by: Biswadip Dey
  • Posted:August 7, 2024 10:15 am
  • Updated:August 7, 2024 10:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন এলন মাস্ক। আগামী ১২ আগস্ট, সোমবার রাতে মুখোমুখি হবেন তাঁরা। বর্ষীয়ান রিপাবলিকান নেতা নিজেই জানিয়েছেন একথা। তাঁর মতে, এই সাক্ষাৎকার হতে চলেছে ‘বিশেষ’। নিজের সোশাল হ্যান্ডল ট্রুথে তিনি লেখেন, ‘সোমবার রাতে আমি এক বিশেষ সাক্ষাৎকার দেব এলন মাস্ককে। বিস্তারিত আসছে।’

তবে ট্রাম্প ঘোষণা করলেও এখনও মাস্ক এক্স হ্যান্ডলে এই নিয়ে কোনও পোস্ট করেননি। বা কোনও বিবৃতিও দেননি। এদিকে এই ঘোষণার পরই গুঞ্জন, ওই সাক্ষাৎকারে কি কোনও বড়সড় ‘বোমা’ ফাটাবেন ট্রাম্প? আসলে তাঁর উপরে প্রাণঘাতী হামলার পর জনমানসে ‘সহানুভূতি’ পাচ্ছিলেন তিনি। এদিকে বাইডেনের ‘অসংলগ্নতা’ বাড়তি ফুটেজ দিচ্ছিল রিপাবলিকান নেতাকে। কিন্তু কমলা হ্যারিস আচমকাই প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে ঢুকে পড়ার পর থেকেই লড়াই শক্ত হয়েছে ট্রাম্পের।

Advertisement

[আরও পড়ুন: হাসিনার ভিসা বাতিল আমেরিকার! আরও চাপে মুজিবকন্যা]

এদিকে কমল‌ার (Kamala Harris) নাম ঘোষণার পর থেকেই যেভাবে ডেমোক্র্যাট শিবির চাঙ্গা হয়ে মাঠে নেমেছে, অনুদানের বন্যা বয়ে যাচ্ছে যেভাবে, তাতে রিপাবলিকান শিবির শঙ্কিত। এসবের মধ্যেই হ‌্যারিসের ‘আইডেন্টিটি’ নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প (Donald Trump) যে কৃষ্ণাঙ্গ ও মহিলা ভোটারদের আরও এককাট্টা হয়ে ডেমোক্র্যাটদের ছাতার তলায় যেতে সাহায্য করছেন, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ফলে আগামী নির্বাচনে ট্রাম্পের জয় যত অনায়াস মনে করা হচ্ছিল বাইডেন সরে দাঁড়াতেই সেই ছবি পালটে গিয়েছে। যত সময় যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে চাপ ক্রমশ বাড়ছে রিপাবলিকান নেতার উপরে। তাই নিজের দিকে আলো ফেরাতে সাক্ষাৎকারে ট্রাম্প কোনও বিস্ফোরক কিছু বলেন কিনা তিনি, সেদিকেই নজর সকলের।

Advertisement

মঙ্গলবারই নিজের রানিং মেটের ঘোষণা করেছেন কমলা হ্যারিস। দুটি নাম ঘুরপাক খাচ্ছিল। পেনসিলভ্যানিয়ার গভর্নর জোস শাপিরো এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তাঁদের মধ্যে থেকে টিমকেই বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী। অর্থাৎ নির্বাচনে কমলা জিতলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হবেন ইনিই।

[আরও পড়ুন: রানিং মেটের নাম ঘোষণা করলেন কমলা হ্যারিস, কে এই টিম ওয়ালজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ