Advertisement
Advertisement
Donald Trump

‘পাগল হয়ে গিয়েছে’, ইউক্রেনজুড়ে ড্রোন-মিসাইল হামলার পর পুতিনকে তোপ ট্রাম্পের

ইউক্রেনে রুশ হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

Donald Trump slams Vladimir Putin for missile attack on Ukraine

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2025 9:22 am
  • Updated:May 26, 2025 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ইউক্রেন দখল করতে চাইলে রাশিয়াই নিঃস্ব হয়ে যাবে। গত দু’দিন ধরে লাগাতার রুশ হামলার জেরে বিরক্ত হয়ে এভাবেই তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানালেন, ভ্লাদিমির পুতিনের এমন কাণ্ডে মোটেই খুশি হতে পারছেন না তিনি। আলোচনা চলাকালীন এভাবে মানুষ খুন মোটেই ঠিক নয়, বলছেন ট্রাম্প।

Advertisement

শনিবার এবং রবিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সবমিলিয়ে ৩৬৭টি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর, যা গত তিন বছরের যুদ্ধে একদিনের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন হামলা। রবিবার এই হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথায়, রুশ ড্রোনের অধিকাংশই নিষ্ক্রিয় করা গিয়েছে। তবে গ্রাম-শহর মিলিয়ে ৩০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ হামলার জেরে। রবিবারের হামলাটি হয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চলাকালীন।

হামলার খবর পেয়েই নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে আমার সবসময়েই খুব ভালো সম্পর্ক। কিন্ত ওঁর কিছু একটা হয়েছে, একেবারে পাগল হয়ে গিয়েছেন। অকারণে প্রচুর মানুষকে হত্যা করছেন। অপ্রয়োজনীয়ভাবে মিসাইল ছুড়ছেন ইউক্রেনের নানা শহরে। আমি বারবার বলেছি, পুতিন যদি গোটা ইউক্রেন দখল করতে চান তাহলে আখেরে রাশিয়ারই পতন হবে।’ জেলেনস্কিকেও একহাত নিয়ে ট্রাম্প বলেছেন, ‘ও কথা বললেই সমস্যা তৈরি হয়।’

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “পুতিনের আচরণে আমি মোটেই খুশি নই। আপাতত আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করছি কিন্তু তার মধ্যেই উনি ইউক্রেনের শহরগুলিতে মিসাইল ছুড়ছেন। মনে হয় এই লোকটার কিছু একটা হয়েছে, কিন্তু বিষয়টা মোটেই ভালো লাগছে না আমার।” তবে ইউক্রেনে হামলা চালানো নিয়ে পুতিনের সঙ্গে আলাদা করে কথা বলেননি ট্রাম্প। কিন্তু আবারও মনে করিয়ে দিয়েছেন তাঁর পুরনো দাবি, মার্কিন প্রেসিডেন্টের পদে তিনি থাকলে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধতই না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement