Advertisement
Advertisement

মদ দিতে অস্বীকার, পাইলটের গায়ে থুতু ছুঁড়লেন মহিলা বিমানযাত্রী

তাণ্ডব চালালেন লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানে৷

 Drunk Irish woman spits Air India crew
Published by: Tanujit Das
  • Posted:November 14, 2018 4:39 pm
  • Updated:November 14, 2018 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে থেকেই ভর পেট খেয়েছিলেন, কিন্তু তখনও মেটেনি তাঁর মদের তেষ্টা৷ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের কাছে আরও মদ চেয়েছিলেন আইরিশ মহিলা বিমানযাত্রী৷ স্বভাবতই সুরক্ষার খাতিরে তাঁকে আর মদ দিতে রাজি হননি বিমানকর্মীরা৷ তখন কার্যত বিমানজুড়ে তাণ্ডব চালালেন ওই যাত্রী৷ অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে, বাদ রাখলেন না থুতু ছেটাতে৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই মহিলার কীর্তি৷ ঝড় উঠেছে সমালোচনার৷

[ইজরায়েল ভূখণ্ডে রকেট হামলা হামাসের, পালটা সন্ত্রাসীদের ডেরায় হানা]

Advertisement

জানা গিয়েছে, মুম্বই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই আইরিশ মহিলা যাত্রী৷ মত্ত অবস্থায় বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি৷ মদের নেশায় একজন বিমান কর্মীর কাছ থেকে আরও মদ চান তিনি৷ কিন্তু তাঁকে মদ দিতে রাজি হননি ওই কর্মী৷ প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বিমানকর্মীকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন ওই মহিলা যাত্রী৷ তাঁকে বলতে শোনা যায়, “বিজনেস ক্লাসের যাত্রীদের আপনারা এভাবে পরিষেবা দেন? আমি আপনাদের জন্য কাজ করি৷ আমি একজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আইনজীবী৷ প্যালেস্টাইনের মানুষদের জন্যও কাজ করেছি আমি৷ আর আপনারা আমাকে এক গ্লাস ওয়াইন দিতে পারবেন না?”

Advertisement

[শ্রীলঙ্কার পার্লামেন্টে পরাজয় রাজাপক্ষের, প্রধানমন্ত্রী পদেই রইলেন বিক্রমসিংহ]

এরপর আরও একটি ভিডিও-তে দেখা যায়, বিমানের পাইলটের দিকে উঠে যাচ্ছেন তিনি এবং খুব কাছ থেকে তাঁর দিকে থুতু ছুঁড়ছেন৷ এখানেই শেষ নয় একাধিকবার বর্ণবিদ্বেষীমূলক বিভিন্ন কটূক্তিও করেন তিনি৷ এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন ওই মহিলা৷ ফলে বিমানের দায়িত্বে থাকা আধিকারিকের নির্দেশেই তাঁকে মদ দেননি বিমানকর্মীরা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, লন্ডনে অবতরণের পরেই এয়ার ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই মত্ত মহিলা যাত্রীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ওই মহিলা যাত্রীর মাতলামির ভিডিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ