Advertisement
Advertisement

সমাধিস্থল ও শ্মশানের দখল নিচ্ছে এলাকার প্রভাবশালীরা, অভিযোগ পাক হিন্দুদের

হায়দরাবাদ প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ৷

Encroachment on Hindu crematoriums in Pakistan
Published by: Tanujit Das
  • Posted:August 22, 2018 3:28 pm
  • Updated:August 22, 2018 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে কোণঠাসা করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের৷ বলপূর্বক দখল নেওয়া হচ্ছে সমাধিস্থল বা শ্মশানগুলির৷ এই অভিযোগে সোচ্চার পাকিস্তানের হায়দরাবাদের কয়েকটি হিন্দু সংগঠন৷ তাঁদের স্পষ্ট অভিযোগ, পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের মদতে দিনের পর দিন চলছে হিন্দুদের উপরে অত্যাচার৷

[‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান]

Advertisement

সম্প্রতি এই অভিযোগে মঙ্গলবার শহরের প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভেও বসেন হায়দরাবাদের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা৷ এই বিক্ষোভ কর্মসূচীতে নেতৃত্ব দেন ওয়াজি ঠাকুর, অমরেশ ঠাকুর ও ডাক্তার মোহন নামের তিন ব্যক্তি৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকায় দখল করা হচ্ছে তাঁদের সমাধিস্থল ও শ্মশানগুলিকে৷ যাতে পিছন থেকে মদত দিচ্ছে ওই এলাকার প্রভাবশালী পাক নাগরিকরা৷ এমনকি এই বিষয়ে পুলিশকে কোনও অভিযোগ জানাতে গেলেও মিলছে না সহায়তা৷ ফলে তাঁদের অনুমান, দখলদারদের সঙ্গে যোগ রয়েছে প্রশাসনের একটা অংশেরও৷ কোনও ভাবে প্রভাবশালীদের মদতেই কাজ করছে পুলিশ ও প্রশাসন৷

Advertisement

[কাঁটাতারে বিচ্ছেদ, ৬৫ বছর পর পুনর্মিলন কোরীয় পরিবারের]

জানা গিয়েছে, হিন্দুদের সমাধিস্থল ও শ্মশানগুলিকে দখল করা হচ্ছে জমি মাফিয়াদের সহায়তায়৷ প্রতিবাদ করলে হিন্দুদের দেওয়া হচ্ছে হুমকি৷ এলাকা দাপাচ্ছে দুষ্কৃতীরা৷ এইসবের বিরুদ্ধেই আওয়াজ তুলেই মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে ভিড় জমান হায়দরাবাদের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা৷ অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা৷ দিতে থাকেন প্রশাসন ও পুলিসের বিরুদ্ধে স্লোগান৷ উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশেই তাঁদের এই বিক্ষোভ বলে জানিয়েছেন হিন্দু নাগরিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ