Advertisement
Advertisement
US election

কমলা ৩, ট্রাম্প ৩! প্রথম ছয় ভোটারের ভোটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংকেত

ডিক্সভিল নচের ফলাফল প্রকাশ হতেই দেখা গেল এই ছবি। গত শতকের ছয়ের দশক থেকেই ডিক্সভিল নচই দেশের প্রথম টাউন, যেখানে ভোটগ্রহণ সর্বপ্রথম সম্পন্ন করা হয়। এবারও সেই রীতিই অনুসৃত হল।

First US election result in, Donald Trump and Kamala Harris tied at 3-3
Published by: Biswadip Dey
  • Posted:November 5, 2024 3:34 pm
  • Updated:November 5, 2024 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিক্সভিল নচ। নিউ হ্যাম্পশায়ার টাউনের এক ছোট্ট টাউন। সেখানে ভোটারের সংখ্যা মাত্র ছয়। আর ব্যালট বাক্স খুলতেই দেখা গেল দুই প্রতিদ্বন্দ্বী ভাগ করে নিয়েছেন সেই ভোট! অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন তিনটি ভোট। কমলা হ্যারিস পেয়েছেন তিনটি।

গত শতকের ছয়ের দশক থেকেই ডিক্সভিল নচই দেশের প্রথম টাউন, যেখানে ভোটগ্রহণ সর্বপ্রথম সম্পন্ন করা হয়। এবারও সেই রীতিই অনুসৃত হল। স্থানীয় সময় অনুযায়ী, মধ্যরাতে ভোটদান শুরু হয়। রাত সোয়া বারোটা নাগাদ ভোটগণনাও হয়ে যায়। আর তাতেই দেখা গেল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থীই পেয়েছেন সমান ভোট। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তারই যেন প্রতীক হয়ে রইল এই ছোট্ট টাউনের ফলাফল।

Advertisement

নির্বাচনের নিয়ম অনুসারে গত অক্টোবর মাস থেকেই ভোটগ্রহণের সূচনা হয়। ২০ সেপ্টেম্বর আগাম ভোট বা ‘আর্লি ভোট’ হয় ৪৭টি রাজ্যে। অবশেষে এদিনই ভোটদানের চূড়ান্ত দিন। এতদিন হওয়া বিভিন্ন সমীক্ষায় একে ওপরকে পিছনে ফেলছেন কমলা ও ট্রাম্প। তবে তাঁদের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন) ভোটের ফলাফলের ভিত্তিতে। পাশাপাশি ভোটগ্রহণ হবে মার্কিন কংগ্রেস বা আইনসভার দুকক্ষেরও। যেকোনও সময় সমস্ত সমীক্ষা উলটে দিতে পারে এই ৭ সুইং স্টেট। অতীতে দেখা গিয়েছে খুব কম মার্জিনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য বদলে দিয়েছে সুইং স্টেটগুলোর ফলাফল। ফলে এই প্রদেশগুলির ফলাফলের দিকে যে ওয়াকিবহাল মহলের বিশেষ নজর থাকবে তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement