Advertisement
Advertisement
Tehran

‘অবিলম্বে তেহরান ছাড়ুন’, লাগাতার ইজরায়েলি হামলার মধ্যেই ভারতীয়দের নির্দেশ দূতাবাসের

গত পাঁচদিন ধরে ইরানের রাজধানী লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল।

India asks Indians to move out of Tehran as early as possible
Published by: Anwesha Adhikary
  • Posted:June 17, 2025 10:27 am
  • Updated:June 17, 2025 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিলম্বে তেহরান ছাড়ুন। আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস। গত পাঁচদিন ধরে ইরানের রাজধানী লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। তার জেরে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি। এহেন পরিস্থিতিতে ভারতীয়দের অবিলম্বে তেহরান ছেড়ে বেরিয়ে আসতে নির্দেশ দিয়েছে দূতাবাস। অপেক্ষাকৃত নিরাপদ কোনও শহরে ভারতীয়দের আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু হয়। কিন্তু তার পরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য় বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের তরফ থেকে বলা হয়, দেরি না করে করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন নিজেরাই অন্য কোনও শহরে চলে যেতে পারেন।

ইরানে আটকে থাকা যেসব ভারতীয় এখনও পর্যন্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি, তাঁরা যেন অবিলম্বে নিজের নাম এবং লোকেশান দূতাবাসে জানান, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। +98 9010144557, +98 9128109115,+98 9128109109- এই তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, আদৌ তেহরান থেকে সরে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে আটকে পড়া ভারতীয়দের?

প্রসঙ্গত, তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিল, তারা যেন ভারতীয় পড়ুয়াদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবধরনের ব্যবস্থা করে। ইরানের বিদেশ মন্ত্রকের তরফেও গত ১৫ জুন একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, পড়ুয়াদের নিরাপদ স্থানে সরানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। ইজলায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছিলেন, ইরান থেকে ভারতীয় পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওযার জন্য ভারতকে সবধরনের সহযোগিতা করা হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement