Advertisement
Advertisement
SIPRI

পরমাণু শক্তির নিরিখে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত, সবচেয়ে শক্তিশালী কোন দেশ?

ভারতের থেকে অনেকটা এগিয়ে চিন।

India has more nuclear warheads than Pakistan but trails China, Says SIPRI
Published by: Subhajit Mandal
  • Posted:June 17, 2025 11:05 pm
  • Updated:June 19, 2025 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সীমান্ত উত্তেজনা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইউক্রেন-রাশিয়া সংঘাত। গোটা বিশ্বে যখন যুদ্ধের আবহ তখনই বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রের ভাণ্ডারের অন্দরমহলের খবর প্রকাশ্যে নিয়ে এল সুইডেনের প্রতিরক্ষা সংক্রান্ত নজরদারি সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট। ওই রিপোর্ট ভারতের জন্যও এনেছে স্বস্তির খবর। পরমাণু শক্তির নিরিখে চিনের থেকে পিছিয়ে থাকলেও পাকিস্তানের থেকে এগিয়ে ভারত। 

Advertisement

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে। যাতে দাবি করা হয়েছে, ২০২৫’এর হিসেবে চিনের হাতে ভারতের থেকে অনেক বেশি পরমাণু অস্ত্র আছে। তবে পাকিস্তানের থেকে খানিকটা এগিয়ে দেশ। SIPRI-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে ১৮০টি। পাকিস্তানের হাতে আছে ১৭০টি। চিন এই দুই দেশের থেকে অনেক এগিয়ে। তাঁদের হাতে পরমাণু অস্ত্র আছে ৬০০টি। তবে কোন দেশের অস্ত্রভাণ্ডার বেশি শক্তিশালী, তা জানায়নি সুইডেনের সংস্থাটি।

ওই রিপোর্টে বলা হয়েছে, চিন স্থলসেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা, সবাইকেই পরমাণু আক্রমণে সক্ষম করে তুলছে। ভারত ২০২৪ সালের পর পরমাণু শক্তির নিরিখে সামান্য এগিয়েছে। ২০২৪ সালে যেখানে ভারতের কাছে পরমাণু অস্ত্র ছিল ১৭২টি, সেখানে ২০২৫-এ সেটা হয়েছে ১৮০। কিন্তু পাকিস্তানের কোনও উন্নতি হয়নি। সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের থেকে কিছুটা হলেও এগিয়ে ভারত।তাৎপর্যপূর্ণভাবে SIPRI-র এই রিপোর্ট এমন এক সময় প্রকাশিত হল, যখন লাদাখ এবং অরুণাচল সীমান্তে আগ্রাসন দেখাচ্ছে চিন। পাকিস্তানও সুযোগ পেলেই কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। সেই সঙ্গে ভারতে জঙ্গি কার্যকলাপ চালানোর গোপন অভিসন্ধি তো আছেই।

সোমবার সিপ্রি তাদের বার্ষিক গবেষণামূলক রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্ট অনুসারে ন’টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে (৫,৪৫৯)। তার পরেই রয়েছে আমেরিকা (৫,১৭৭)। এরপর রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চিন। তারপরই ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement