প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইজরায়েল। তাই স্থলপথেই ভারতীয়দের সেদেশ থেকে ফিরিয়ে আনা শুরু করল নয়াদিল্লি। সূত্রের খবর, রবিবার রাতে ইরানের পরমাণু ঘাঁটিতে আমেরিকা হামলা চালানোর পর থেকেই ইজরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরানো নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল।
গত ১৯ জুন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, স্থল সীমান্ত হয়ে ইজরায়েল থেকে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। সেখান থেকে বিশেষ বিমানে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে। এই পুরো বিষয়টি তদারকি করবেন তেল আভিভে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। ওই নির্দেশিকা অনুযায়ী, ইজরায়েলে আটকে থাকা যে সকল ভারতীয় দেশে ফিরতে চান তাঁদের https://www.indembassyisrael.gov.in/indian_national_reg এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তবে ইজরায়েল থেকে ভারতীয়দের সরানোর প্রক্রিয়া কবে শুরু হবে সেই নিয়ে কিছু জানানো হয়নি।
নাম নথিভুক্ত করানো নিয়েই অবশ্য বিতর্ক শুরু হয়েছিল। ইজরায়েলে কর্মরত ভারতীয় শ্রমিকদের জোর করে দেশে ফেরাচ্ছে মোদি সরকার, এই অভিযোগে উত্তাল হয়েছিল সমাজমাধ্যম। দূতাবাসে নাম নথিভুক্ত করার সময়ে ভারতীয়দের জরিমানা গুণতে হবে বলেও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ খারিজ করেছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। তাদের তরফে জানানো হয়, কেবলমাত্র ফিরতে ইচ্ছুক ভারতীয়দেরই বের করা হবে।
উল্লেখ্য, ইরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। প্রায় ১১০০ জনকে ইরান থেকে ফেরানো হয়েছে। আরও ৮০০ জন এখনও ইরানে রয়েছেন। তবে ইজরায়েলের আকাশসীমা বন্ধ থাকায় সম্ভবত জর্ডান হয়ে সৌদি আরব থেকে বিমান ধরবেন ভারতীয়রা। প্রসঙ্গত, ইরান-ইজরায়েল সংঘাতে এবার সরাসরি আমেরিকাও জড়িয়ে গিয়েছে। পালটা ইজরায়েলে হামলা করেছে ইরানও। সবমিলিয়ে, যুদ্ধের আগুনে জ্বলতে থাকা মধ্যপ্রাচ্য থেকে ভারতীয়দের সরাতে উদ্যোগী ভারত সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.