Advertisement
Advertisement
Germany

জার্মানিতে এক সপ্তাহ ধরে নিখোঁজ ভারতীয় পড়ুয়া, তদন্তে পুলিশ

গত ১৫ জুন থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

Indian Student Goes Missing In Germany
Published by: Subhodeep Mullick
  • Posted:June 22, 2025 7:57 pm
  • Updated:June 22, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানিতে নিখোঁজ এক ভারতীয় ছাত্র। সূত্রের খবর, এক সপ্তাহ ধরে যুবকের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সমাজমাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

হিমাচল প্রদেশের কানড্রাউরের বাসিন্দা আরিয়ান চান্দেল গত বছর উচ্চশিক্ষার জন্য জার্মানিতে গিয়েছিলেন। তাঁর বয়স ২৩ বছর। জানা গিয়েছে, গত ১৫ জুন  জার্মানির স্টার্নবার্গ লেকে ঘুরতে গিয়েছিলেন আরিয়ান। সেখান থেকেই তিনি তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তারপর লেকে সাঁতার কাটতে নামেন তিনি। কিন্তু দুপুর দেড়টা পর থেকে আরিয়ানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।

আরিয়ানের বাবা বিচিত্র সিং চন্দেল বলেন, “আমাদের মাথা কাজ করছে না। ভীষণ অনিশ্চয়তার মধ্যে ভুগছি। তবে আমরা হাল ছাড়তে রাজি নই। আমাদের বিশ্বাস আরিয়ানকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কেন্দ্র এবং হিমাচল প্রদেশ সরকারের কাছে সাহায্যের জন্য আমরা আর্জি জানাচ্ছি। আরিয়ান আমাদের সবকিছু। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ফিরে পেতে চাই আমরা।” সূত্রের খবর, ২১ কিলোমিটার দীর্ঘ ওই লেকে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে সেদেশের পুলিশ, ডুবুরি এবং উদ্ধারকারী দল। লেক সংলগ্ন একটি বনেও চলছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement