Advertisement
Advertisement
Canada

এক সপ্তাহে খুন ২ ভারতীয় পড়ুয়া, কানাডায় প্রশ্নের মুখে নিরাপত্তা!

ইভান রেইন ও জুডিথ সল্টোক্স নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Indian student shot and killed again in Canada

মৃত ভারতীয় পড়ুয়া।

Published by: Subhankar Patra
  • Posted:December 8, 2024 7:08 pm
  • Updated:December 8, 2024 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মাত্র কয়েক দিনের ব্যবধান। কানাডায় ফের দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। শুক্রবার গভীর রাতে এডমন্টনে বছর কুড়ির এক ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে এডমন্ট পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম হর্ষনদীপ সিং। বয়স ২০ বছর। তিনি একটি আবাসনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন। ঘটনার দিন রাত সাড়ে ১২টা নাগাদ ১০৭ নম্বর অ্যাভিনিউর একটি আবাসনে গুলির শব্দ পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একটি আবাসনের সিঁড়ির তলা থেকে রক্তাক্ত অবস্থায় হর্ষনদীপকে উদ্ধার করে তারা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সেই ফুটেজে দেখা যায় তিনজনের একটি দল ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন হর্ষনদীপকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। অন্যজন, পিছন থেকে গুলি করে। তদন্তে ৩০ বছর বয়সি ইভান রেইন ও জুডিথ সল্টোক্স নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। 

উল্লেখ্য, ডিসেম্বরের ১ তারিখ গুরাসিস সিং নামে ২২ বছর বয়সি এক ভারতীয় পড়ুয়া খুন হন। রুমমেটের বিরুদ্ধে লাগাতার ছুরি মারার অভিযোগ ওঠে। কী কারণে ভারতীয় পড়ুয়াকে এইভাবে খুন করা হয়েছে তা জানা যায়নি। রুমমেটকে আটক করে তদন্ত শুরু করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খুন হলেন আরও এক ভারতীয় পড়ুয়া।

প্রসঙ্গত, গত বছর থেকে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। তার প্রভাব পড়েছে প্রবাসী ভারতীয়দের উপরেও। এহেন পরিস্থিতিতে পর পর দুই ভারতীয় পড়ুয়া খুনের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে কানাডায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement