সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান ও ইজরায়েল যুদ্ধের জেরে ফের রক্তের হোলি খেলা শুরু হয়েছে মধ্যপাচ্যে। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের মাটিতে আটকে রয়েছেন প্রায় ১০ হাজার ভারতীয়। তাঁদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। এই অবস্থায় ভারতের প্রস্তাব মেনে ইরানে আটকে থাকা ভারতীয়দের জন্য সীমান্ত খুলে দিল তেহরান। নিজেদের আকাশসীমা বন্ধ থাকায় অন্যদেশ থেকে যাতে সহজে ভারতীয়দের উদ্ধার করতে পারে ভারত।
ভারতীয়দের সুরক্ষার জন্য কেন্দ্রের অনুরোধের প্রতিক্রিয়ায় ইরানের তরফে জানানো হয়েছে, ১০ হাজার ভারতীয় নাগরিক যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, যুদ্ধের জেরে বর্তমানে ইরানের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সড়কপথে আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের রাস্তা ধরে তাঁরা নিজেদের দেশে ফিরে যেতে পারেন। ইরানের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পর অনুমান করা হচ্ছে শীঘ্রই ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করতে পারে কেন্দ্র।
ইরানের থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে একাধিক হেল্পলাইন নম্বরের পাশাপাশি যোগাযোগের জন্য জারি করা হয়েছে টেলিগ্রাম লিঙ্ক। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এই লিঙ্ক শুধুমাত্র ইরানে থাকা ভারতীয়দের জন্য। সেখানে থাকা বর্তমান পরিস্থিতি ও খোঁজখবরের জন্য সকলকে ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে। সকল ভারতীয়দের সতর্ক থাকতে ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি একাধিক হটলাইন নম্বরও শেয়ার করেছে দূতাবাস। যে কোনওরকম সমস্যায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নম্বরগুলি হল…
আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য +98 9128109115 ও +989128109109, ফোনে যোগাযোগের জন্য +989128109115, +98 9128109109, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে +98901044557, +98 9015993320, +918086871709। এছাড়া, ইরানের ভান্দর আব্বাস থেকে যোগাযোগের নম্বর +98 9177699036 এবং জাহেদান থেকে যোগাযোগের নম্বর +98 9396356649। পাশাপাশি কিছু ক্ষেত্রে বহু ভারতীয় পড়ুয়াকে নিরাপদ জায়গায় পাঠিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের উপর ইজরায়েলি হানার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ৯ দেশীয় সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশন (এসসিও)। তবে এই বিবৃতি থেকে নিজেদের আলাদা করেছে ভারত। কারণ, ইজরায়েল ও ইরান দুই দেশই ভারতের মিত্রদেশ। এই অবস্থায় নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে ইজরায়েল এবং ইরানকে সংঘর্ষ থামানো প্রচেষ্টা চালাতে হবে। দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনা কমাতে দুপক্ষকে কূটনৈতিক আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ভারত। অবশ্য ভারতের এই পদক্ষেপকে স্বাভাবিক কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে ইরান। নয়াদিল্লির প্রস্তাব মেনে ভারতীয়দের জন্য সীমান্ত খুলে সেটাই স্পষ্ট করে দিল তেহরান।
এদিকে জানা যাচ্ছে, ইজরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত ২০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সে বিদেশি পড়ুয়াদের জন্য তৈরি ছাত্রাবাসে হামলা হয়। এই ঘটনায় দুই কাশ্মীরি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.