সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুরিয়ে আসছে সময়! ধীরে ধীরে চারপাশ ঘিরছে নেমেসিসের জাল! সেই দেওয়াল লিখন কি ক্রমশ স্পষ্ট হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই কাছে? হয়তো তাই। নাহলে বাঙ্কারে লুকিয়ে থাকা সুপ্রিম লিডার কেন নিজের উত্তরসূরিকে ‘বেছে’ নেবেন? শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী সময় ইরানের সুপ্রিম লিডার কে হবেন, তা নির্ধারণ করতে তিনজনের নাম প্রস্তাব করেছেন খামেনেই। তবে সেই তালিকায় নেই তাঁর ছেলের নাম।
ইজরায়েল-ইরানের সংঘাতের পারদ ক্রমশ চড়ছে। ইজরায়েলের মাটিতে ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। পালটা তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্র, পরমাণু ভাণ্ডারে হামলা চালাচ্ছে তেল আভিভও। আমেরিকার কাছে ‘বাঙ্কার ব্লাস্টার’ও চেয়েছে তারা। সপ্তাহ দুয়েকের মধ্যে ইজরায়েলের হাতে আসতে পারে সেই মারণাস্ত্রও। এই অস্ত্র এসে গেলে আর রক্ষা নেই, তা ভালোই বুঝেছেন খামেনেই। অশান্তির ঝাঁজ বাড়তেই বাঙ্কারে লুকিয়েছেন তিনি। ‘নিখোঁজ’ থাকতে ইলেকট্রনিক যন্ত্রের ব্য়বহার বন্ধ রেখেছেন। নিজের সিদ্ধান্তের কথা জানাতে ভরসা রাখছেন এক ছায়াসঙ্গীর উপর। সেই ছায়াসঙ্গীই খামেনেইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর।
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে, তিনজনের নাম বাছাই করেছেন খামেনেই। যাঁরা দেশের পরবর্তী ‘সুপ্রিম লিডার’ হওয়ার দৌঁড়ে এগিয়ে। তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে খামেনেইয়ের উত্তরসূরিকে। প্রথমদিকে শোনা যাচ্ছিল, তালিকায় রয়েছেন তাঁর ছেলে মোজতোবাও। কিন্তু নিজের পছন্দের তালিকায় ছেলেকে রাখেননি খামেনেই। বরং তিন মৌলবীর নাম রয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। একইসঙ্গে পরবর্তী সেনাপ্রধানের খোঁজ করা হচ্ছে। কারণ, ইতিমধ্যে ইজরায়েলি হানায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানের।
তবে এই খবর প্রকাশ্যে আসার পরই নয়া জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরে। ইজরায়েলি হানায় কি তবে মৃত্যু হয়েছে খামেনেইর? দেশের স্বার্থে সেই খবর গোপন রেখে উত্তরসূরির নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে? যাতে সেনা বা প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি না হয়। বরং সুপ্রিম লিডারের ‘ইচ্ছা’ বলে সহজেই ক্ষমতা হস্তান্তরিত করা যেতে পারে। প্রশ্ন অনেক, তবে উত্তর কীভাবে মিলবে, তা অজানাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.