সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এমনই দাবি ফ্রান্সভিত্তিক ইরানের সরকারবিরোধী রাজনৈতিক সংগঠন এনসিআরআইয়ের। তাদের চাঞ্চল্যকর দাবি, সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩ হাজার কিমি। অর্থাৎ ইরান থেকে উৎক্ষেপণ করলে তা ইউরোপের বহু দেশে গিয়ে আছড়ে পড়বে! যার মধ্যে রয়েছে গ্রিসের মতো দেশও।
এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রের নকশা তুলে দিয়েছিল ইরানের হাতে। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিযোগ আজকের নয়। যদিও ইরান এই ধরনের দাবি উড়িয়ে দিয়েছে। জানিয়েছে, তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষার বেশি কিছু করছে না। এমনকী গত বছরই মার্কিন গোয়েন্দা সংস্থাও জানিয়েছিল, ইরানের দাবিই ঠিক। সেদেশে কোনও পারমাণবিক বোমা তৈরি হয়নি। যদিও ইজরায়েলের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, ইরান অবশ্যই পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
এনসিআরআইয়ের মার্কিন প্রতিনিধি সুনা সামসামি এক ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, তেহরান মিথ্যে বলায় ‘ওস্তাদ’। পাশাপাশি প্রতারণা এবং ফাঁকি দেওয়াতেও পারদর্শী ইরান প্রশাসন। দুই দশকেরও বেশি সময় ধরে, তারা তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা এগিয়ে চলেছে। আর এব্যাপারে পশ্চিমি দেশগুলির নমনীয় মনোভাবের ফায়দা তুলেছে তারা। ফলে পরিস্থিতি ক্রমেই বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠছে। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ”তেহরান আজকের মতো এত দুর্বলআগে কখনও ছিল না। মরিয়া ইরান সরকার তাই পারমাণবিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে।”
আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে রাশিয়া ও ইরান। দুদেশের বন্ধুত্ব মাথাব্যথার কারণ ইউক্রেনেরও। কারণ যুদ্ধে মস্কোকে হাতিয়ার জোগাচ্ছে ইসলামিক দেশটি। এই অভিযোগ বহুবার উঠেছে। এই পরিস্থিতিতে তেহরানের ভাঁড়ারে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গুঞ্জন ঘিরে তুঙ্গে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.