Advertisement
Advertisement
Israel

‘অন্তত ২-৩ বছর পিছিয়ে দিয়েছি ইরানের পরমাণু প্রকল্প’, সগর্বে দাবি ইজরায়েলের

'আমাদের যা যা করণীয় সবটাই করব', হুঁশিয়ারি ইজরায়েলের।

Israel says, they are delayed Iran’s nuclear programme by at least two years
Published by: Amit Kumar Das
  • Posted:June 21, 2025 3:58 pm
  • Updated:June 21, 2025 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু বোমা তৈরির স্বপ্ন থেকে বহুদূর পিছিয়ে গিয়েছে ইরান! গত এক সপ্তাহ ধরে চলতে থাকা যুদ্ধের মাঝেই এবার দাবি করল ইজরায়েল। এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদন সার জানালেন, ইজরায়েলের লাগাতার হামলায় ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন অন্তত ২-৩ বছর পিছনে ঠেলে দেওয়া হয়েছে।

Advertisement

ইজরায়েলের দাবি ছিল পরমাণু বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইরান। অন্তত ১৫ দিনের মধ্যে তারা বোমা তৈরি করে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে ১৩ জুন ইরানের মাটিতে সুপরিকল্পিত হামলা চালায় ইজরায়েল। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার পাশাপাশি সেখানকার শীর্ষ স্থানীয় সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানীদের খতম করা হয়। এই হামলা প্রসঙ্গে সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী বলেন, “আমরা যা খবর পাচ্ছি তাতে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনাকে অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছি। পাশাপাশি এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে সার বলেন, “আমাদের জন্য যা ঝুঁকিপূর্ণ, সেই বিপদ এড়াতে আমাদের যা যা করণীয় সবটাই করব।”

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ, আন্তর্জাতিক পরমাণুবিধি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে তারা। যদিও সে অভিযোগ অস্বীকার করে ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পরমাণু কর্মসূচি চালাচ্ছে। সাধারণভাবে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ৪২ কেজি ব্যবহার করে পরমাণু বোমা তৈরি সম্ভব। সেখানে সূত্রের দাবি, ইরানের হাতে রয়েছে ২৭৫ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান এখনও পরমাণু বোমার ধারেকাছে পৌঁছয়নি। অন্তত তিন বছরের আগে তারা পরমাণু অস্ত্র তৈরির কাছে পৌঁছতেও পারবে না। পাশাপাশি ইজরায়েল যে হামলা চালিয়েছে তাতে ইরানের পরমাণু গবেষণার কাজ কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে মাত্র তার বেশি কোনও ক্ষয়ক্ষতি হবে না। তাছাড়া নাতানজে পরমাণু কেন্দ্রে হামলা চালালেও ফরদো কেন্দ্রে বিন্দুমাত্র আঘাত হানতে পারেনি ইহুদি সেনা।

এই অবস্থায় ইজরায়েল চাইছে এই যুদ্ধে আমেরিকা তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে নামুক। এবং আমেরিকার ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমা দিয়ে ইরানে হামলা চালাক। যদিও ইরানের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ইজরায়েলের সঙ্গ দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ২ সপ্তাহের সময় নিয়েছে আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement