Advertisement
Advertisement
Gaza

বুভুক্ষের ভিড়ে এবার তোপ দাগল ইজরায়েলি ট্যাঙ্ক, মৃত অন্তত ৫১

যত সময় যাচ্ছে তত করুণ হচ্ছে গাজার সাম্প্রতিক প্রতিচ্ছবি।

Israeli tank shelling kills 51 people awaiting aid trucks in Gaza
Published by: Biswadip Dey
  • Posted:June 17, 2025 4:03 pm
  • Updated:June 17, 2025 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষুদের ভিড়ে এলোপাথাড়ি গুলির এবার রীতিমতো কামান থেকে গোলা ছুড়ল ইজরায়েলি সেনা। অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি। জখম ২০০। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ইজরায়েল সরকার এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইজরায়েলের ট্যাঙ্ক খাবারের ট্রাকের জন্য দাঁড়িয়ে থাকা ভিড়ে দু’টি গোলা ছোড়ে। স্থানীয় নাসির হাসপাতালে ওয়ার্ডে আহতদের ভিড়েরে কথাও জানাচ্ছেন তাঁরা। আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইমতো সেখানে বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। তবে দুর্ভিক্ষপীড়িত গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে সাহায্যকারী সংগঠনগুলিকে। বুভুক্ষের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি। এহেন অবস্থায় খাবার নিতে আসা মানুষের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের সেনার বিরুদ্ধে। এবার কামান দেগে নিরীহ মানুষদের হত্যারও অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, এক রিপোর্টে তুলে ধরা হয়েছে গাজার সাম্প্রতিক করুণ প্রতিচ্ছবি। দাবি করা হয়েছে, গাজার ২০ লক্ষ বাসিন্দার মধ্যে বেশিরভাগই ভয়ংকর অপুষ্টির শিকার। ত্রাণ না পৌঁছলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রসংঘ। এর পরই গাজার ত্রাণ পাঠানোর অনুমতি দেয় ইজরায়েল। কিন্তু ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়ার পরও বারবার তেল আভিভের সেনারা অভিযুক্ত হচ্ছে ত্রাণের আশায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের উপরে হামলা চালানোর।

২০২৩ সালের ৭ অক্টোবর আচমকা ইজরায়েলে হামলা চালিয়েছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। ওই হামলায় মৃত্যু হয়েছিল ১২০০ ইজরায়েলি নাগরিকের। আরও ২৫৩ জনকে বন্দি করে হামাস। সেই থেকে নতুন পর্বে প্যালেস্টাইন-ইজরায়েল সংঘাতে রক্ত ঝরা শুরু। পালটা নেতনিয়াহুর ফৌজের হামলায় গাজা স্ট্রিপে মৃত্যু হয়েছে ৫৫,০০০ প্যালেস্তিনীয়র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement