Advertisement
Advertisement

Breaking News

ইস্তানবুল বিমানবন্দরে জঙ্গিহানায় মৃত ৩৬, আহত শতাধিক

পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমানমন্দরে ঘটল আত্মঘাতী জঙ্গি হামলা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে৷ আহত ১৫০ জনেরও বেশি৷

istanbul-airport-hit-by-triple-suicide-bombing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 10:06 am
  • Updated:June 29, 2016 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত প্যারিস, ব্রাসেলসের স্মৃতি যেন ফিরে এল ইস্তানবুলে৷ পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমানমন্দরে ঘটল আত্মঘাতী জঙ্গি হামলা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে৷ আহত ১৫০ জনেরও বেশি৷

মঙ্গলবার রাতে প্রহরা এড়িয়ে ইস্তানবুল বিমানবন্দরে ঢুকে পড়ে তিন জঙ্গি৷ প্রতিদিনের মতোই ব্যস্ততা ছিল চত্বরে৷ তার মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পরে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলেই নিজেদের দিকে তাক করে গুলি চালায় আত্মঘাতী জঙ্গিরা৷ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো চত্বর৷ ঘটনার আকস্মিকতায় হতবাক যাত্রী ও প্রশাসন৷ পরপর বিস্ফোরণে পরিস্থিতি ভয়াল হয়ে ওঠে৷ নজদারি ক্যামেরার ভিডিওতে ধরা পড়েছে বিস্ফোরণের ভয়বহতা৷ একদিকে টার্মিনাসল বিল্ডিংয়ের মুখে ভয়াবহ বিস্ফোরণ যখন ঘটছে, তখনই পুলিশের হাত থেকে বাঁচতে আর এক জঙ্গি নিজেকে গুলি করছে৷ যাত্রীদের কেউ কেউ কোনওক্রমে প্রাণে বাঁচেন৷ কিন্তু বেশিরভাগ যাত্রীই গুরুতর ভাবে আহত হয়েছেন৷ এখনও অবধি জানা যাচ্ছে আহতের সংখ্যা প্রায় ১৫০৷ তবে এ সংখ্যা আরও বাড়তে পারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রায় ৩৬ জনের৷ তাঁদের মধ্যেই বেশিরভাগই তুর্কি, এছাড়া বিদেশীরাও আছেন৷ আইসিস জঙ্গিরাই এই হামলা ঘটিয়েছে বলে দাবি প্রশাসনের৷ তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম জানিয়েছেন, আবারও প্রমাণ হল সন্ত্রাস এক বিশ্বব্যাপী সমস্যা৷ যে কায়দায় জঙ্গিহানা চালানো হয়েছে, তার সঙ্গে ব্রাসেলস হামলারও মিল পাওয়া যায়৷ এই ঘটনায় তাই আইএস জঙ্গিদের যোগই বড় করে দেখচে তুরস্ক প্রশাসন৷

Advertisement

এখনও পর্যন্ত এ ঘটনায় কোনও ভারতীয়র মৃত্যু বা আহত হওয়ার খবর নেই৷ ভারতীয় দূতাবাস বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রেখে চলেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ এক বিবৃতি প্রকাশ করে বিপর্যস্ত পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement