সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দাবিতে অনড়। বুধবার হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসার সঙ্গে সক্ষাতেও বিষয়টি উত্থাপন করেন তিনি। ট্রাম্পের দাবি, বাণিজ্যের শর্তেই ভারত-পাক সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। যার মধ্যস্ততা তিনিই করেছেন।
সাইরিল রামাফোসারকে ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্প বলেন, “আপনি যদি একবার দেখেন যে আমরা পাকিস্তান এবং ভারতের সঙ্গে কী করেছি। পুরো ব্যাপারটাই মিটিয়েছি। আমার মনে হয় বাণিজ্যের মাধ্যমে এটা মিটিয়ে ফেলেছি।” আরও বলেন, “আমেরিকা উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে। আমি বলি, তোমরা এটা কী করছো?” এখানেই না থেমে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কারো না কারো তো শেষ গুলিটা চালানো উচিত। কিন্তু গুলিবর্ষণ খারাপ থেকে খারাপতর হচ্ছিল, সংঘর্ষ বড় এবং গভীর হচ্ছিল। তখন আমরা ওদের সঙ্গে কথা বলি। আপনি জানেন যে আমি কৃতিত্ব নেওয়াকে ঘৃণা করি। কিন্তু দিন দুই বাদে ব্যাপারটা ঘটে। এখন ওরা বলছে, এটা ট্রাম্পের ভুল।”
ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সম্পর্কে ট্রাম্পের সার্টিফিকেট—“পাকিস্তানে দারুণ কিছু ব্যক্তিত্ব রয়েছে। সত্যিই ভালো। দুর্দান্ত নেতা। এবং ভারত হল আমার বন্ধু, মোদি।” দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এই সময় জানান, “মোদি আমারও বন্ধু।” পালটা ট্রাম্প বলেন, “দারুণ লোক। আমি দুই তরফকেই ফোন করেছিলাম।” উল্লেখ্য, বুধবার ট্রাম্প ফের সংঘর্ষবিরতির কৃতিত্ব নেওয়ার পর বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর জানান, ভারত-পাক সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই। অর্থাৎ কিনা সংঘর্ষবিরতির নেপথ্য কাহিনি নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.