Advertisement
Advertisement

Breaking News

Joe Biden

‘আমি লড়লে হারিয়ে দিতাম ট্রাম্পকে’, বিদায়ী ভাষণে দাবি বাইডেনের

দলকে ঐক্যবদ্ধ রাখতেই তিনি নির্বাচনী লড়াই থেকে সরে যান বলে দাবি বর্ষীয়ান নেতার।

Joe Biden Claims he would have defeated Donald Trump in Nov 2024 election

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 11, 2025 12:34 pm
  • Updated:January 11, 2025 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যদি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তেন তাহলে হারিয়ে দিতেন ডোনাল্ড ট্রাম্পকে। এমনই দাবি করলেন জো বাইডেন। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বিদায়ী ভাষণে বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা দাবি করলেন, দলকে ঐক্যবদ্ধ রাখতেই তিনি সরে দাঁড়িয়েছিলেন। জায়গা ছেড়ে দিয়েছিলেন কমলা হ্যারিসকে।

এদিন বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েও নাম প্রত্যাহার করার জন্য আক্ষেপ করছেন? তিনি সরে দাঁড়ানোয় কি ট্রাম্পের কাজটা সহজ হয়ে গিয়েছিল? এপ্রসঙ্গে বাইডেনের মন্তব্য, ”আমি তা মনে করি না। আমি ট্রাম্পকে হারাতে পারতাম। তবে কমলারও ট্রাম্পকে হারানোরই কথা ছিল।” সেই সঙ্গেই তাঁর দাবি, দলকে ঐক্যবদ্ধ রাখতেই তিনি সরে দাঁড়ান। তাঁর কথায়, ”আমার মনে হয়েছিল দলকে ঐক্যবদ্ধ রাখাটা জরুরি। দল উদ্বিগ্ন হচ্ছিল আমার এগনো উচিত কি উচিত নয় তা নিয়ে, অথচ আমি জানতাম আমি আবারও জিততে চলেছি। আমার মনে হয়েছিল দলকে ঐক্যবদ্ধ রাখতেই বরং সরে যাই।”

Advertisement

সেই সঙ্গে তাঁর মার্কিন প্রেসিডেন্ট থাকার কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ”আমেরিকার প্রেসিডেন্ট হওয়াটাই আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। কিন্তু আমি এমন একজন হতে চাইনি যার জন্য দল ঐক্যবদ্ধ না হতে পেরে ভোটে হেরে যাবে। আমি তাই সরে দাঁড়াই। তবে আমি ভেবেছিলাম কমলা জিতে যাবে।”

যদিও এখনও মসনদে বসতে দিন দশেক বাকি রয়েছে ট্রাম্পের। তার আগেই বিদায়ী ভাষণ দিলেন বাইডেন। গত নভেম্বরে নির্বাচনে হেরে যান তিনি। সেই সময় রিপাবলিকান নেতাকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট। চার বছর পর হোয়াইট হাউসে তখনই পা রাখেন ট্রাম্প। ক্ষমতার হস্তান্তর নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে হারের পর ট্রাম্পের তরফে অবশ্য এমন সৌজন্য পাননি বাইডেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement