Advertisement
Advertisement

Breaking News

Kamala Harris

কমলা হ্যারিসের সঙ্গে ডিবেটে অংশ নিতে ‘অস্বস্তি’ ট্রাম্পের, ‘ভয়ে পালাচ্ছেন’, খোঁচা ডেমোক্র্যাটদের

বাইডেন সরে যেতেই জমজমাট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

Kamala Harris's campaign branded Donald Trump 'scared'
Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2024 1:56 pm
  • Updated:August 4, 2024 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয় পেয়ে পালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই খোঁচা কমলা হ্যারিসের প্রচার শিবিরের। তাদের দাবি, জর্জিয়ায় একটি প্রচারসভা করার কথা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তার আগেই এক প্রেসিডেন্সিয়াল ডিবেটে কমলার মুখোমুখি হওয়ার কথা তাঁর। কিন্তু রিপাবলিকান নেতা আর্জি জানিয়েছেন, সেই বিতর্কটি বাতিল করা হোক। এর পরই তাঁকে কটাক্ষ করতে দেখা গিয়েছে কমলা শিবিরকে। সব মিলিয়ে বাইডেন সরে যেতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যেন নতুন মাত্রা পেয়েছে।

নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প জানিয়েছেন, তিনি কমলার সঙ্গে ফক্স নিউজ নেটওয়ার্ক আয়োজিত ডিবেটে বসতে রাজি। কিন্তু সেটা ৪ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর এবিসি আয়োজিত হতে চলা ডিবেটটিতে তিনি অংশ নিতে চাইছেন না। আটলান্টায় তাঁর সভার আগেই ট্রাম্প এই পোস্ট করেছেন।

Advertisement

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র সংস্থায় এক বছরে সাড়ে ৬ কোটি নগদ জমা! বিপুল টাকার উৎস কী? তদন্তে ED]

প্রসঙ্গত, নির্বাচনে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের ‘মুখ’ হয়ে ওঠা কমলা হ্যারিস (Kamala Harris) গত মঙ্গলবারই সেখানে সভা করে এসেছেন। প্রায় দশহাজার দর্শক উপস্থিত ছিলেন সেখানে। ট্রাম্প (Donald Trump) বলেছেন, ফক্স আয়োজিত ডিবেটে তিনি অংশ নেবেন। এবং সেটি হবে পেনসিলভ্যানিয়ায়। ‘লাইভ’ দর্শকদের সামনেই তাঁরা নিজেদের মতামত দেবেন। আর তিনি এমন কথা বলার পরই তাঁকে কটাক্ষ করতে দেখা গিয়েছে কমলা হ্যারিসের প্রচারের দায়িত্বে থাকা মিশেল টাইলারকে। তাঁর কথায়, ”ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়েছেন। আর তাই চেষ্টা করছেন সেই ডিবেট থেকে সরে আসার যাতে অংশ নিতে তিনি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এখন দৌড়ে ফক্স নিউজের কাছে গিয়ে আর্জি জানাচ্ছেন।”

Advertisement

এদিকে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার বিষয়টি এখনও সরকারি ভাবে ঘোষিত নয়। তাঁর নাম আগেই ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। গত সপ্তাহেই নিজের মনোনয়ন জমা দেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। তবে রানিং মেট হলেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সবুজ সংকেত এখনও পাননি কমলা। এমনিতে তাঁর প্রার্থী হওয়া একরকম পাকা হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে কমলা লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত। আগামী সপ্তাহে সরকারি ভাবে আমি আমার মনোনয়ন গ্রহণ করব।’ জানা গিয়েছে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের অধিকাংশই তাঁর পক্ষে ভোট দিয়েছেন। ন্যূনতম ২ হাজার ৩৫০ ভোট দরকার মনোনীত হতে গেলে। যা অনায়াসেই পাবেন কমলা। সোমবার সন্ধ্যাবেলা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তার পরই ঘোষিত হবে কমলার নাম। মাসের শেষে শিকাগোতে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে কমলার মনোনীত হওয়াকে উদযাপন করা হবে।

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! কেন এই পরিস্থিতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ