Advertisement
Advertisement
Vijay Mallya

চোরে চোরে মাসতুতো ভাই! লন্ডনে ‘সামার পার্টি’তে গলা জড়িয়ে গান গাইলেন ললিত-বিজয়

পার্টিতে হাজির ছিলেন ক্রিস গেইলও।

Lalit Modi and Vijay Mallya seen singing together in London party
Published by: Anwesha Adhikary
  • Posted:July 4, 2025 11:35 am
  • Updated:July 4, 2025 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন চোরে চোরে মাসতুতো ভাই। দুই ঋণখেলাপি ললিত মোদি আর বিজয় মালিয়াকে দেখা গেল, একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতে। দিনকয়েক আগে লন্ডনে এক বিশাল পার্টিতে দুই পলাতক ঋণখেলাপি হাজির ছিলেন। সেখানকার ভিডিও শেয়ার করেছেন ললিত নিজেই। তারপর থেকে আবারও প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই পলাতককে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না?

Advertisement

ইনস্টাগ্রামে ললিতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি গান গাইছেন। সঙ্গে সঙ্গে উঠে এসে সেই গানে গলা মেলালেন বিজয় মালিয়াও। রাতভর সেই পার্টি চলেছে। নাচে-গানে মেতে উঠেছেন অন্তত ৩০০ অতিথি। তাঁদের মধ্যে অন্যতম ক্রিস গেইল। পার্টির শেষে নিজের সই করা ব্যাটও ললিতকে উপহার দেন ইউনিভার্স বস।

ভিডিও শেয়ার করে দীর্ঘ ক্যাপশনে আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন লেখেন, ‘প্রত্যেক বছরের মতোই আমার বাড়িতে সামার পার্টির আয়োজন করেছিলাম। অন্তত ৩১০ জন অতিথি এসেছিলেন। যাঁরা অনেক দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছেন, তাঁদের অজস্র ধন্যবাদ। সারারাত ধরে থেকে নিজের গল্প শোনানোর জন্য ধন্যবাদ ক্রিস গেইলকে।’ সঙ্গে রসিকতা করে ললিতের মন্তব্য, ‘জানি এই ভিডিওটা বেশ বিতর্কিত। অবশ্য আমি তো বিতর্কটাই সবচেয়ে ভালো করি। আশা করি এই ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলবে না।’ বিজয় মালিয়াকে এই পোস্টে ট্যাগও করেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lalit Modi (@lalitkmodi)

উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অথচ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। জোর গলায় দাবি করছেন, তিনি চুরি করেননি। অন্যদিকে, ভারতের বাজারে হাজার হাজার কোটির দেনা রয়েছে ললিতের। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু দুই ঋণখেলাপি যেন সব নিয়মের উর্ধ্বে। গলাগলি করে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement