Advertisement
Advertisement

পাকিস্তানে খতম হাফিজ সইদের ডানহাত! কাশ্মীরে পুণ্যার্থীদের হত্যাকারীর মৃত্যুর নেপথ্যে কে?

দীর্ঘদিন ধরেই ভারতের র‍্যাডারে ছিল ওই জঙ্গি।

Lashkar-e-Taiba's most wanted terrorist Abu Qatal killed in Pakistan
Published by: Subhajit Mandal
  • Posted:March 16, 2025 9:01 am
  • Updated:March 16, 2025 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বহু হামলার নেপথ্যে মূল চক্রী ছিল সে। কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সইদ সরাসরি নির্দেশ দিত তাকে। দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা আধিকারিকদের র‍্যাডারেও ছিল সে। পাকিস্তানে খতম লস্কর ই তৈবার সেই শীর্ষ কম্যান্ডার আবু কাতাল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি অনুযায়ী, শনিবার রাতে খুন হয়েছে লস্করের মুখ্য অপারেশন কম্যান্ডার। গুলি করে হত্যা করা হয়েছে তাকে। কে বা কারা আবু কাতালকে নিকেশ করল, সেটা অবশ্য এখনও জানা যায়নি। কুখ্যাত ওই লস্কর জঙ্গির মৃত্যু নিয়ে পাকিস্তানে সরকারও এখনও কিছু জানায়নি। তবে কাতালের মৃত্যু যে লস্করের জন্য বিরাট ধাক্কা তাতে সন্দেহ নেই।

Advertisement

এই আবু কাতাল ভারতে বহু জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। শোনা যায়, খোদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে। হাফিজের নির্দেশেই সে কাজ করে। হাফিজ সইদ তাকে ভারতে হামলার নির্দেশ দিত। সেই নির্দেশ মেনে পুরো হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতার কাজটা করানোই ছিল কাতালের মূল কাজ। এর পাশাপাশি কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করা, পাকিস্তানে বসে ভারতে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করার মতো কাজে সিদ্ধহস্ত ছিল সে।

হাফিজের পাশাপাশি মুম্বই হামলার সঙ্গে যুক্ত ছিল কাতালও। তবে মুম্বই হামলা ছাড়াও কাশ্মীরে ভারতীয় সেনা এবং নিরীহ নাগরিকের উপর একাধিক হামলার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল এই কাতাল। যার সর্বশেষ উদাহরণ গতবছর রিয়াসিতে হিন্দু পুণ্যার্থীদেরদের উপর হামলা। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে রাজৌরিতে আমজনতাকে টার্গেট করে হামলা চালায় লস্কর জঙ্গিরা। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়। রাজৌরি হামলার ঘটনায় এনআইএর চার্জশিটেও নাম ছিল আবু কাতালের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement