পুলিশের গাড়িতে আগুন বিক্ষোভকারীদের। ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে উত্তেজনা ছড়াল লস অ্যাঞ্জেলস। অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনা রয়েছে লস অ্যাঞ্জেলসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর সেই উত্তেজনা আরও বেড়েছে। রবিবার কয়েক হাজার আন্দোলনকারী পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত বিশাল সংখ্যায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিক্ষোভের মধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশকিছু গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ন্যাশনাল গার্ড তাঁদের ওপর কাঁদানে গ্যাস, রবার বুলেট ছুঁড়েছে। এতেই উত্তেজনা আরও বাড়তে শুরু করে।
Got this the other side of the Waymo fires pic.twitter.com/HVOXKZtI3V
— Los Angeles Scanner (@LosAngeles_Scan) June 9, 2025
এদিকে শনিবারই বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রুথ সোশাল মিডিয়ায় আক্রমণাত্মক মেজাজে তিনি লিখেছেন, ‘যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাঁদের কাজ করতে না পারেন, যা সবাই জানে যে তাঁরা পারবেন না, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটির সমাধান করবে। দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত।’
উল্লেখ্য, আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছেন তিনি। মার্কিনিদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোও শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ১১ এপ্রিল থেকে সে দেশে কার্যকর হয়েছে ‘দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট’। এবার অভিবাসীদের সঙ্গে সরাসরি সংঘাত নিরাপত্তা বাহিনীর। যা কড়া হাতে দমনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ বিক্ষোভকারীরা। প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে রবিবার নতুন করে উত্তেজনা ছড়াল লস অ্যাঞ্জেলসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.