Advertisement
Advertisement
Ukraine

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত অন্তত ১০

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

Massive Russian air assault kills at least 10 in Ukraine’s capital Kyiv
Published by: Subhodeep Mullick
  • Posted:June 24, 2025 10:25 am
  • Updated:June 24, 2025 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে ফের বড়সড় হামলা চালাল রাশিয়া। এমনটাই দাবি কিয়েভের। জানা যাচ্ছে, সোমবার সকালে ৩৫২টি ড্রোন, ১১টি ব্যালাস্টিক মিসাইল এবং ৫টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। রাশিয়ার এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহতের সংখ্যা বহু।

Advertisement

ইউক্রেনের সেনাপ্রধান তৈমুর তাকাচেঙ্কো একটি বিবৃতিতে বলেন, “সোমবার কিয়েভে মুহুর্মুহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। যেখানে সাধারণ মানুষের বসতি ইচ্ছাকৃতভাবে সেই জায়গাগুলিতেই ধ্বংসলীলা চালানো হয়েছে।” সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কিয়েভে প্রচুর ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রুশ হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শেভচেনকিভস্কি জেলা। মস্কোর হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহতের সংখ্যা বহু।     

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হয়েছিল রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো-এই দুই লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন। কিন্তু তারপরও ভেস্তে যায় সেই সম্ভাবনা। ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া বিশ বাঁও জলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement