Advertisement
Advertisement

Breaking News

Britain

সকলকে পিছনে ফেলে শীর্ষে ‘মহম্মদ’! ব্রিটেনে জনপ্রিয়তম নামের তালিকায় চমক

জনপ্রিয় নামের তালিকায় দ্বিতীয় স্থানে নোয়া।

Muhammad is the most popular name in Britain and Wales
Published by: Anwesha Adhikary
  • Posted:December 6, 2024 10:53 am
  • Updated:December 6, 2024 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল ‘মহম্মদ’! জানা গিয়েছে, ব্রিটেন এবং ওয়েলসে সদ্যোজাত পুত্রের নাম ‘মহম্মদ’ রাখছেন অধিকাংশ অভিভাবক। ২০২৩ সালের জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে মহম্মদ। এমনটাই জানা গিয়েছে ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স সূত্রে।

প্রত্যেক বছর সদ্যোজাতদের জনপ্রিয় নামের তালিকা তৈরি করে এই সংস্থা। ২০২২ সালে ব্রিটেনে পুত্রের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। দ্বিতীয় স্থানে ছিল মহম্মদ। এক বছরে পরে ছবিটা উলটে গিয়েছে। ছেলেদের জনপ্রিয়তম নাম হিসাবে উঠে এসেছে মহম্মদ। দ্বিতীয় স্থানে নোয়া। জনপ্রিয় নামের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিভার। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ব্রিটেনে ৪১৭৭টি সদ্যোজাত পুত্রের নাম মহম্মদ রাখা হয়েছিল। এক বছর পরে সেই সংখ্যাটা ৪৬৬১ পর্যন্ত পৌঁছে গিয়েছে।

Advertisement

রাজধানী লন্ডনের পাশাপাশি উত্তর এবং পশ্চিম মিডল্যান্ড এলাকায় মহম্মদ নামের জনপ্রিয়তা বেশি বলে জানা গিয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের পরিসংখ্যান অনুযায়ী, মহম্মদ নামের আরও দুটি ধরণও বেশ জনপ্রিয় ইংল্যান্ড এবং ওয়েলসে। জনপ্রিয় নামের তালিকায় ২৮ নম্বরে রয়েছে মোহাম্মেদ এবং ৬৮ নম্বরে রয়েছে মোহাম্মাদ। পুত্রসন্তানের জনপ্রিয় নামের তালিকায় নতুন হিসাবে উঠে এসেছে বোধি, জ্যাক্স ইত্যাদি।

সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় ২০১৬ সাল থেকেই শীর্ষে রয়েছে অলিভিয়া। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া, আইলা। এছাড়াও ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’ ছবির মুখ্য অভিনেতা মার্গট রবি এবং কিলিয়ান মার্ফির নামেও সদ্যোজাত সন্তানদের নাম রেখেছেন ব্রিটেন এবং ওয়েলসের দম্পতিরা। রাজপরিবারের নাম অর্থাৎ ক্যামিলা, মেগান, হ্যারি-এগুলো জনপ্রিয়তা হারাচ্ছে। বরং সপ্তাহের দিন বা ঋতুর নামে সন্তানদের নাম রাখতে চাইছেন ব্রিটেনের অভিভাবকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement