Advertisement
Advertisement
Nehal Modi

আমেরিকায় গ্রেপ্তার নীরব মোদির ভাই নেহাল, সিবিআই-ইডির চাপে তৎপর হোয়াইট হাউস!

দাদার মতোই নেহালের বিরুদ্ধেও দেশে বিরাট অঙ্কের প্রতারণার মামলা রয়েছে।

Nirav Modi's Brother Nehal Modi Arrested In USA On Extradition Request From India
Published by: Kishore Ghosh
  • Posted:July 5, 2025 3:09 pm
  • Updated:July 5, 2025 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্রেপ্তার হলেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল মোদি। তাঁকে প্রত্যর্পণে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করেছিল ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি! মনে করা হচ্ছে, সেই কারণেই নীরবের ভাইকে গ্রেপ্তারে তৎপর হয় হোয়াইট হাউস। উল্লেখ্য, দাদার মতোই নেহালের বিরুদ্ধেও দেশে বিরাট অঙ্কের প্রতারণার মামলা রয়েছে।

Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত ৪৬ বছরের নেহালও। তিনি বর্তমানে বেলজিয়ামের নাগরিক। জানা গিয়েছে, শুক্রবার ৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিবিআই এবং ইডির প্রত্যার্পণের অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। এর পরেই নেহালকে গ্রেপ্তার করা হল। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে। মনে করা হচ্ছে, খুব শিগগির নীরব মোদির ভাইয়ের ভারতে প্রত্যর্পণ সম্ভব হবে।

উল্লেখ্য, পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাঙ্কে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। প্রায় বছরখানেক আগেই আদালতে তিনি জানান, ”আমার সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, গত বছর ঋণখেলাপি ব্যবসায়ীর ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে নীরবের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement