সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন ডলারকে টক্কর দিতে আন্তর্জাতিক বাজারে নয়া মুদ্রা আনছে ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলি! সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল বিশ্বের বাজারে। এই ইস্যুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। শনিবার কাতারের দোহায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়শংকর জানিয়ে দিলেন, এমন কোনও সিদ্ধান্ত ‘ব্রিকস’-এর তরফে নেওয়া হয়নি।
‘ব্রিকস মুদ্রা’ নিয়ে গুঞ্জনের মাঝেই সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমরা ওই দেশগুলির থেকে একটি প্রতিশ্রুতি চাই যে, তারা মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে ব্রিকসের জন্য কোনও নতুন মুদ্রার প্রচলন করবে না। যদি তা করে সেক্ষেত্রে ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে তাঁদের।’ দোহার অনুষ্ঠানে ট্রাম্পের এই হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন উঠলে এদিন বিদেশমন্ত্রী বলেন, “আমি ঠিকমত জানি না মার্কিন রাষ্ট্রপতির এই ধরনের মন্তব্যের কারণ কী? আমরা বরাবর বলে এসেছি ভারত কখনও ‘ডি-ডলারাইজেশন’ বা মার্কিন মুদ্রাকে বাতিল করার পক্ষে নেই। এখনও পর্যন্ত ব্রিকস মুদ্রা নিয়ে কোনও প্রস্তাব আনা হয়নি।”
একইসঙ্গে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের কথা স্মরণ করিয়ে জয়শংকর বলেন “এর আগে ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তবে হ্যাঁ কিছু সমস্যা ছিল, বেশিরভাগই বাণিজ্য সম্পর্কিত সমস্যা, কিছু ক্ষেত্রে ট্রাম্প বড্ড বেশি আন্তর্জাতিক ছিলেন। এবং আমি মনে করিয়ে দিতে চাই কোয়াড আসলে ট্রাম্পের অধীনে পুনরায় চালু করা হয়েছিল। তবে ব্রিকসের বিষয়ে আমি বলব, ব্রিকস আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করে। এবং আমেরিকা আমাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ফলে ডলারকে দুর্বল করার কোনও ইচ্ছে আমাদের নেই।”
প্রসঙ্গত, মার্কিন ডলারই বিশ্ববাণিজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। কিন্তু বহু দেশই বার বার অভিযোগ করেছে যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার ‘দাদাগিরি’তে তারা ক্লান্ত। গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে ‘বড় ভুল’ করছে। এবং এর ফলে রাশিয়া ডলারের বিকল্প খুঁজতে শুরুও করে দিয়েছে। সেখান থেকেই উঠে আসে ব্রিকস মুদ্রার প্রসঙ্গ। তবে এই ধরনের কোনও মুদ্রার আনার বিষয় আপাতত খারিজ করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী। বলে রাখা ভাল, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি হল, ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। তুরস্ক, আজারবাইজান এবং মালয়েশিয়া ব্রিকস সদস্য হওয়ার আবেদন জানিয়েছে। আগ্রহ প্রকাশ করেছে আরও বেশ কিছু দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.