Advertisement
Advertisement

Breaking News

Notre Dame Church

ঐতিহ্যের পুনর্জন্ম! অগ্নিগ্রাস থেকে ফিরে ৫ বছর পর খুলছে প্যারিসের নোতর দাম গির্জা

২০১৯ সালে ভয়াবহ আগুনে প্রায় ভগ্নদশা হয়েছিল শতাব্দী প্রাচীন এই ফরাসি স্থাপত্যের।

Notre Dame Chuch in Paris to reopen after five years of massive fire
Published by: Sucheta Sengupta
  • Posted:December 7, 2024 12:09 am
  • Updated:December 7, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে পাঁচ বছর আগের সেই দিনের দৃশ্যটা এখনও মন থেকে মুছে যায়নি। আগুনের লেলিহান শিখার গ্রাসে জ্বলে-পুড়ে যাচ্ছে ফরাসি স্থাপত্যের গর্ব, ভেঙে ভেঙে পড়ছে গথিক থামগুলি, ধ্বংসের পথে ঐতিহ্য। ২০১৯ সালের এপ্রিলের প্যারিসের বিখ্যাত নোতর দাম গির্জার অগ্নিকাণ্ড এভাবেই কার্যত মুছে দিয়েছিল বহু শতাব্দী প্রাচীন এক গগনচুম্বী ইমারতকে। পুড়ে খাক হয়ে গিয়েছিল নোতর দামের বৃহদাংশ। তবে সময়ের চাকা ঘুরেছে এখন। ২০২৪ সালের ক্রিসমাসের আগেই সুখবর শোনাল ফ্রান্সের ম্যাক্রোঁ সরকার। ডিসেম্বরের ৭ তারিখ অর্থাৎ চলতি সপ্তাহান্তেই নতুন রূপে খুলে যাচ্ছে নোতর দাম গির্জার দরজা। বড়দিনের প্রার্থনায় আবার মুখরিত হয়ে উঠবে সুবিশাল ঘর, প্রতিধ্বনি ছড়িয়ে যাবে সুউচ্চ গম্বুজে।

২০১৯ সালে পুড়ে যাওয়া নোতর দাম গির্জা। ফাইল ছবি।

শুক্রবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ”নোতর দামের পুনর্জন্ম হচ্ছে। এটা দেশের ইতিহাস, ঐতিহ্যের জন্য একটা বড় জয়। আমরা আবার আনন্দে মেতে উঠব।” জানা গিয়েছে, ৭ ডিসেম্বর, শনিবার ভারতীয় সময় ঠিক রাত সাড়ে ১১টায় খুলে যাবে নোতর দাম গির্জার দরজা। দর্শকরা গির্জায় প্রবেশ করতে পারবেন আবার আগের মতোই। নতুন করে লেখা হবে ফরাসি দেশের ঐতিহ্যের ইতিহাস। আর তার জন্য মুখিয়ে গোটা বিশ্বের ভ্রমণপ্রেমী মানুষজন।

Advertisement

সেবার অগ্নিকাণ্ডের পর চোখের জল লুকিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন, ”আমরা আবার নোতর দাম গড়ে তুলব।” পুনর্নির্মাণের জন্য তহবিলও খোলা হয়েছিল। তবে অগ্নিগ্রাসে চলে যাওয়া স্থাপত্য দেখে যতটা আবেগে ভেসে গিয়েছিলেন ফরাসিরা, ততটা হাত খোলেননি। খুব বেশি অর্থ সংগ্রহ হয়নি। মূলত সরকারি খরচে গির্জা তিল তিল করে গড়ে তোলা হয়েছে এই সাড়ে পাঁচ বছরে। কিন্তু অত প্রাচীন গঠনশৈলীতে গির্জার পুনর্নির্মাণ কীভাবে আজকের দিনে সম্ভব হল? সে অবশ্য শিল্পকলায় বরাবরের পটু ফরাসিদেরই কাণ্ড। জানা যাচ্ছে, ঐতিহ্যের শিল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে এটি সম্ভব করে তুলেছেন ফ্রান্সের ইঞ্জিনিয়াররা। জঙ্গল থেকে ওক গাছের কাঠ সংগ্রহ করে আগেকার নকশায় ছাদ তৈরি হয়েছে। এই পদ্ধতিকে ফরাসি ভাষায় বলা হচ্ছে ‘লা ফরেট’। এছাড়া লেজার প্রযুক্তি ব্যবহার করে আগেকার সব নকশা করা হয়েছে। এছাড়া তৈরি করা হয়েছে আগেকার কাচের জানলাও। বিশেষ নজর দেওয়া হয়েছে খোলামেলা ঘর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

নবরূপে তৈরি হয়েছে প্যারিসের ঐতিহ্যবাহী গির্জা নোতর দাম।

এভাবেই নয়া রূপে ফের জেগে উঠেছে বিশ্ববিখ্যাত নোতর দাম গির্জা। শনিবার তার উদ্বোধনে বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে। আর্চবিশপ লরেন্ট উলরিখের নেতৃত্বে বিশেষ প্রার্থনা হবে। সেইসঙ্গে রয়েছে গানবাজনার বিশেষ আয়োজন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজে হাজির থেকে বক্তৃতা দিতে পারেন। উদ্বোধনে আমন্ত্রিত আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের রাজকুমার উইলিয়াম। প্রার্থনা সংগীতের পর আর্চবিশপের হাত ধরে খুলে যাবে নোতর দামের নতুন দরজা। শুরু হবে নতুন পথচলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement