Advertisement
Advertisement
Iran-Israel Conflict

নিরাপদ স্থানে যান, এবার হামলা অস্ত্রভাণ্ডারে, এক্স হ্যান্ডেলে ইরানের সাধারণ নাগরিকদের সতর্কবার্তা ইজরায়েলের

শুক্রবার ইরানে হামলা করেছিল ইজরায়েল।

Now Israeli military issues evacuation warnings to Iranians near weapons facilities
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2025 4:55 pm
  • Updated:June 15, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল ধুন্ধুমার যুদ্ধে শঙ্কিত গোটা বিশ্ব। আপাতত মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ বাড়ছে বৈ কমছে না। এবার নতুন করে ইরানের অস্ত্র কারখানা ও অস্ত্র ভাণ্ডারগুলিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইজরায়েল। এক্স হ্যান্ডেলের এক বার্তায় ওই অঞ্চল থেকে সাধারণ নাগরিকদের সরে যেতে বলল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। বিশেষজ্ঞদের বলছেন, তেহরানের উপর চাপ বাড়াতেই কৌশলে হুমকি দিয়েছে ইজরায়েল।

Advertisement

রবিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এক বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, “ইজরায়েলি সেনাবাহিনী নির্দিষ্ট স্থানগুলিতে আক্রমণ শানাবে। তেহরান এবং সর্বত্র ইরান নামের সাপের খোলস ছাড়ানো হবে। পারমাণবিক ঘাঁটি এবং অস্ত্র ভাণ্ডারগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।” ওই এলাকাগুলি থেকে সরে সাধারণ মানুষকে নিরাপদ এলাকায় যেতে বলেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, ইরানের স্বৈরাচারী শাসক (সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই) ক্ষমতা টিকিয়ে রাখতে তেহরানের নাগরিকদের পণবন্দিতে পরিণত করছেন।

শুক্রবার ইরানে হামলা করেছিল ইজরায়েল। সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। একদিন পর সেই আশঙ্কা সত্যি করে ইজরায়েলে পালটা হামলা চালাল ইরান। ৬৫ মিনিটে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। এমনটাই দাবি, সংবাদমাধ্যমের। যদিও ইরানের এই হামলার পরই পালটা দিয়েছে ইজরায়েল।

ইরান তেল আভিভে এই অপারেশনের নাম রেখেছে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’। তেহরানের দাবি, তাদের মূল লক্ষ্য ইজরায়েলের সেনাঘাঁটিগুলিই। এদিনের অপারেশনে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত ৩৪। এদিকে ইজরায়েল শুক্রবার ইরানের ৩৩০টিরও বেশি জায়গায় ‘অপারেশন রাইজিং সান’ চালিয়েছে। শনিবার ফের ইরানকে পালটা দিল তারা। সব মিলিয়ে তাদের এই হামলায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩২০।

ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়।

ইরান এবং ইরাক নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার ফের পরস্পরের উপরে ইরান ও ইজরায়েলের হামলা চালানোর ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও শ্বাসরোধী আকার নিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement