Advertisement
Advertisement
Masood Azhar

‘মাসুদ আজহার এখানে নেই’, আজব দাবি পাকিস্তানের! অন্য দেশের নাম বিলাওয়ালের মুখে

মাসুদ যে পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে এমন প্রমাণ বারবার মিলেছে।

'Pakistan doesn't know where Masood Azhar is, may be in Afghanistan', says Bilawal Bhutto
Published by: Biswadip Dey
  • Posted:July 5, 2025 10:58 am
  • Updated:July 5, 2025 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ হামলার মূলচক্রী মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। সে যে পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে এমন প্রমাণ বারবার মিলেছে। কিন্তু এবার আজব কথা শোনা গেল পাক রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারির মুখে। তাঁর দাবি, আজহার মোটেই পাকিস্তানে নেই। সে রয়েছে আফগানিস্তানে। সেই সঙ্গেই তাঁর আরও দাবি, জইশ প্রধানের পাকিস্তানে থাকার প্রমাণ যদি দিতে পারে নয়াদিল্লি, সেক্ষেত্রে ইসলামাবাদই তাকে গ্রেপ্তার করবে।

Advertisement

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিপিপি প্রধান বলেন, ”হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়।  আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেপ্তার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেপ্তার করতে পারি। কিন্তু ঘটনা হল, ভারত সরকার তেমন কিছু দিচ্ছে না।”

উল্লেখ্য, ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রীও মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের।

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ৬ মে (মঙ্গলবার) গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিল বহু জেহাদি। সেই সময়ই ভাওয়ালপুরে জইশের সদর দপ্তর জামিয়া মসজিদ সুভান আল্লায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তাতে মৃত্যু হয় মাসুদের বড় বোন, তার স্বামী, এক ভাগ্নে, তার স্ত্রী, এক ভাইপো এবং জ্ঞাতি সম্পর্কের পাঁচ শিশুরও। কিন্তু মাসুদ বহাল তবিয়তেই রয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement