Advertisement
Advertisement

Breaking News

বন্ধু চিনকে চুল বেচে কোটিপতি পাকিস্তান!

চরম আর্থিক দুরবস্থার মধ্যে বিপুল লাভ ইমরান প্রশাসনের৷

 Pakistan exported to China over 100,000 kg of human hair
Published by: Tanujit Das
  • Posted:January 20, 2019 4:16 pm
  • Updated:January 20, 2019 5:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্ষমতায় এসেই দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশের আর্থিক অচলাবস্থা কাটাতে বিভিন্নরকমভাবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার তথা বর্তমান পাক প্রধানমন্ত্রী৷ এমন অবস্থায় পাক সরকার জানিয়েছে, গত পাঁচ বছর ধরে চিনে মাথার চুল রপ্তানি করে বিপুল মুনাফা হয়েছে ইসলামাবাদের৷ লাভের পরিমাণ প্রায় এক কোটির কাছাকাছি এবং রপ্তানি করা চুলের পরিমাণ প্রায় এক লক্ষ কেজি৷

[ভারতের সঙ্গে পাল্লা দিতে গোপনে অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে পাকিস্তান]

Advertisement

সম্প্রতি পাকিস্তানের সংসদে এই হিসাব পেশ করেছে পাক সরকারের বাণিজ্য ও বস্ত্র দপ্তর। পাকিস্তানের সব ঋতুর বন্ধু চিন৷ ভাল হোক বা খারাপ, সর্বদাই ইসলামাবাদের পাশে রয়েছে বেজিং৷ জানা গিয়েছে, গত কয়েক বছরে ধারে-ভারে অনেকটাই বেড়েছে চিনের কসমেটিক্স ইন্ডাস্ট্রি৷ স্টাইল ও ফ্যাশন সম্পর্কে সচেতনতা বেড়েছে সে দেশের মানুষের মধ্যে৷ বাজার বড় আকার ধারণ করার ফলে বেড়ে গিয়েছে ‘উইগ’ বা ‘পরচুলে’র ব্যবহারও। উচ্চমানের ওই সমস্ত পরচুল তৈরিতে ব্যবহার করা হয় সাধারণ মানুষের চুলের। নিজের দেশের মানুষের চুল দিয়েও, যার জোগান দিতে ব্যর্থ হচ্ছে বেজিং। তাই এক্ষেত্রে অনেকটা পাকিস্তানের দ্বারা লাভবান হয়েছে তারা৷

Advertisement

[সাধারণের মতো লাইনে দাঁড়ালেন বিল গেটসকেও! কেন জানেন?]

মোটা টাকার বিনিময়ে পাকিস্তান থেকে চুল পৌঁছে যাচ্ছে চিনের কসমেটিক্স ইন্ডাস্ট্রির হাতে। হিসাব বলছে গত পাঁচ বছরে পাকিস্তান থেকে প্রায় ১ লক্ষ ৫ হাজার ৪৬১ কেজি চুল রপ্তানি হয়েছে চিনে৷ যার মূল্য আনুমানিক এক লক্ষ ৩২ হাজার মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় ৯৪ লক্ষ টাকারও বেশি৷ কেবলমাত্র চিনেই নয়, বিভিন্ন পার্লার থেকে ৫ হাজার ও ৬ হাজার টাকা কেজি দরে চুল কিনে, সেই চুল আমেরিকা ও জাপানেও রপ্তানি করছে পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ