সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও কাছাকাছি পাকিস্তান-বাংলাদেশ! সে দেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াকে প্রশংসায় ভরিয়ে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রবিবার পাক দূতাবাসকে উদ্ধৃত করে এই খবর নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাঠানো চিঠিতে শেহবাজ তাঁকে ‘জনসেবক’ বলে উল্লেখ করেছেন। লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বিএনপি নেত্রী আমেরিকায় রয়েছেন চিকিৎসার জন্য। আর বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খালেদাকে লেখা শেহবাজের এই চিঠি দুদেশের নৈকট্য প্রমাণে অত্যন্ত অর্থপূর্ণ নিঃসন্দেহে।
রবিবার বিকেলে বিএনপি-র মিডিয়া সেলের সদস্য সাইরুল কবীর খান জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দলনেত্রীর কার্যালয়ে একটি চিঠি পাঠান। পাকিস্তান দূতাবাসের তরফে এই খবর নিশ্চিত করেছেন তিনি। চিঠিতে তিনি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। লিখেছেন, আল্লাহর কাছে তাঁর আরোগ্য কামনা করেছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, জীবনভর জনসেবায় তাঁর কাজ অনুপ্রেরণা জোগাবে – চিঠির ছত্রে ছত্রে এভাবেই প্রশংসা করেছেন শেহবাজ শরিফ।
এসবের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি রয়েছে শেহবাজের চিঠিতে, তা হল বিএনপিকে সমর্থন জানিয়েছেন তিনি। দলের সমস্ত নেতা-কর্মীকে শুভেচ্ছা জানান। ইউনুসের বাংলাদেশ যে এখন অনেটাই পাক-পন্থী হয়ে গিয়েছে, তা প্রকাশিত। নজর এখন দ্বিপাক্ষিক সমীকরণের দিকে। মৌলবাদে উদ্বুদ্ধ নতুন বাংলাদেশকে ঠিক কী কীভাবে সাহায্যের হাত বাড়াচ্ছে পাকিস্তান, পালটা ইউনুসের অন্তর্বর্তী সরকারই বা কী সুবিধা দিচ্ছে, সেসবই এখন চর্চায়। এর আগে সরাসরি বাংলাদেশ-পাকিস্তান বিমান চালু করে সখ্যের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন। এবার সরাসরি শেহবাজ চিঠি লিখলেন হাসিনারক কট্টর বিরোধী খালেদা জিয়াকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.