Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

অভিষেকে আত্মহারা! ঢাউস কেক কেটে তরোয়াল হাতে নাচ ট্রাম্পের, ভাইরাল ভিডিও

'এই দৃশ্য দেখে ঘাবড়ে যাবে মার্কিন গুপ্তচর সংস্থা', কেন বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স?

President Donald Trump Dances With Military Sword At Inaugural Ball
Published by: Kishore Ghosh
  • Posted:January 21, 2025 12:37 pm
  • Updated:January 21, 2025 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর তিনি বর্ণময় চরিত্র। দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার দিনেও প্রমাণ করলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণের একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। একটি অনুষ্ঠানে সেনার তলোয়ার দিয়েই ঢাউস কেক কাটলেন ট্রাম্প। তার আগে কোমর দুলিয়ে টুইস নাচতেও দেখা গেল আমেরিকার ৪৭তম প্রেসিডেন্টকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সোমবার ওয়াশিংটন ডিসির ওয়াল্ডার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। সেখানেই সেনার তলোয়ার দিয়ে একটি বড়সড় কেক কাটতে দেখা গেল তাঁকে। এই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স। ট্রাম্পের মতোই তলোয়ার দিয়ে কেক কাটেন জেডি ভ্যান্সও। ট্রাম্প যে কেকটি কাটেন, সেটিতে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানের নতুন নকশা ছিল।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কেক কাটা শেষ হতেই আবহসঙ্গীতের তালে তালে তরোয়াল হাতে নাচতে শুরু করেন ট্রাম্প। শুরুতে ক্যামেরার উলটো দিকে ছিলেন তিনি। এরপর সামনের দিকে ঘুরে হাসি মুখে টুইস নাচেন ট্রাম্প। একসময় ট্রাম্প ও মেলানিয়াকে একসঙ্গেও নাচতে দেখা যায়। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে নাচলেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রসিকতা করে বলেন, এই দৃশ্য দেখে নিশ্চয়ই মার্কিন গুপ্তচর সংস্থা ঘাবড়ে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement