সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যুদ্ধে’র আগুনে পুড়ছে ইরান-ইজরায়েল। আর তার জেরেই বিধ্বস্ত হয়ে পড়েছেন ইরানে আটকে থাকা অন্তত ১০ হাজার ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার অধ্যাপক ফাল্গুনী দে। পাহাড় চড়ার নেশায় ইরানে পাড়ি দিয়েছিলেন। কিন্তু এখন আর দেশে ফিরতে পারছেন না তিনি। কঠিন পরিস্থিতিতে দূতাবাসের থেকেও কোনও সাহায্য পাচ্ছেন না বলে জানিয়েছেন ফাল্গুনী।
কলকাতার উইমেন্স ক্রিশ্চান কলেজের ভূগোলের অধ্যাপক ফাল্গুনী। চলতি মাসেই ইরানে গিয়েছিলেন তিনি। কিন্তু ইজরায়েলের সঙ্গে সংঘাতের জেরে বন্ধ ইরানের আকাশসীমা। ফলে ভারতের ফেরার বিমান নেই। এহেন পরিস্থিতিতে ফাল্গুনী জানান, “এক্সপিডিশন শেষের দু’দিনের মধ্যে ইরান ছাড়ব ভেবেছিলাম। কিন্তু তা এখনও সম্ভব হয়নি।” হাতে থাকা টাকার পরিমাণও ফুরিয়ে আসছে তাঁর। সেই নিয়ে অধ্যাপক বলেন, “তেহরানে ফিরে ৪০ ডলার (ভারতীয় মুদ্রায় সাড়ে তিন হাজার) প্রতিদিনের ভাড়ার একটি হোটেলে উঠি। কিন্তু তা বেশিদিন টানা সম্ভব হচ্ছে না। কারণ, না এজেন্সি টাকা পাঠাচ্ছে, না দূতাবাস। যুদ্ধকালে খরচ তুলতে হিমশিম অবস্থা। এমনকি, নিজের বাড়িতে টাকা আনাব, সেই সুযোগও নেই। কারণ সব ব্যাঙ্ক বন্ধ।”
ইরানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকা জারি করা হয়েছিল তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে। যেখানে একাধিক হেল্পলাইন নম্বরের পাশাপাশি যোগাযোগের জন্য জারি করা হয়েছে টেলিগ্রাম লিঙ্ক। কিন্তু ফাল্গুনীর কথায়, দূতাবাসের তরফে কোনও সাহায্য মেলেনি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “ভারতীয় দূতাবাস কিছু বলতে পারছে না। তারা নিজেও জানে না কবে বিমান চলাচল শুরু হবে। গত চার দিন ধরে আমাকে বলছে আপনারা সবাই শান্ত থাকুন, হোটেলের বাইরে বেরোবেন না সাবধানে থাকুন। ওরা কাকে ছেড়ে, কাকে দেখবে এই রকম পরিস্থিতি।”
সবমিলিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশে প্রাণ হাতে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছেন ফাল্গুনী। একইরকম উদ্বিগ্ন কলকাতায় তাঁর পরিবার থেকে সহকর্মীরা। বয়স্ক বাবা-মা, স্ত্রী-সকলেই দিন গুণছেন, ইরান থেকে কবে ফিরবেন ফাল্গুনী। ইরানের তরফে জানানো হয়েছে, সেদেশে আটকে থাকা ১০ হাজার ভারতীয় নাগরিক যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন তার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে। আকাশসীমা বন্ধ থাকলেও সড়কপথে আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের রাস্তা ধরে তাঁরা নিজেদের দেশে ফিরে যেতে পারেন। ইরানের তরফে গ্রিন সিগন্যাল পাওয়ার পর অনুমান করা হচ্ছে শীঘ্রই ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করতে পারে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.